মস্কো: হুমকি দিয়েছিলেন রক্তগঙ্গা বইয়ে দেওয়ার। কিন্তু সেই রক্তপাত এড়াতেই রাতারাতি সিদ্ধান্ত বদল। রাশিয়ার রাজধানী মস্কোর দিকে এগোতে শুরু করেছিল পুতিনের ভাড়াটে সেনার দল ওয়াগনার বাহিনী। কিন্তু মাঝপথেই তারা থেমে গেলেন ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজ়িনের কথায়। মস্কো থেকে হাজার কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছে ওয়াগনার বাহিনী। রক্তবন্যা এড়াতেই আপাতত মস্কোর উদ্দেশে এই অভিযান থামিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ওই ভাড়াটে সশস্ত্র সেনা বাহিনীর তরফে।
ইউক্রেনের যুদ্ধে রুশ সেনাকে সাহায্য করছিল পুতিনের ভাড়াটে সেনা। ইউক্রেনের একের পর এক শহর, যেগুলি দখল করতে রুশ সেনা হিমশিম খাচ্ছিল, তা হেলায় দখল করে নেয় ওয়াগনার বাহিনী। সেই ওয়াগনার বাহিনীই এবার বিদ্রোহ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় সেনা বাহিনীর সদর দফতর দখল করে নেওয়ার উদ্দেশেই শুক্রবার অভিযান শুরু করেছিল ওয়াগনার বাহিনী। শনিবার তারা রস্তোভ শহর দখল করে নেয় বলেও দাবি করা হয়। কিন্তু রাতেই হঠাৎ ছন্দপতন। আচমকা ওয়াগনার বাহিনীর তরফে জানানো হয়, আপাতত মস্কোর অভিযান স্থগিত রাখা হচ্ছে।
ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজ়িন একটি অডিয়ো বার্তায় বলেন, “রক্তক্ষয়ের আশঙ্কায় ওয়াগনার সেনা তাদের মূল ঘাঁটিতে ফিরে আসছে”। ইয়েভগেনি জানান, তাঁর বাহিনী ইতিমধ্যেই রোস্তভ শহর দখল করে নিয়েছে এবং মস্কো থেকে ১১০০ কিলোমিটার দূরে রয়েছে।
Now Putin….. This isn’t just Putin’s war…
Russians gathering on the streets of Rostov to say goodbye to the Wagner Group, treating them like rockstars.
#RussiaCivilWar #Moscow pic.twitter.com/WVCSFkusFC
— uzii (@uziihashmi_) June 25, 2023
অন্যদিকে অপর একটি সূত্রে খবর, রাশিয়ায় ওয়াগনার বাহিনী যাতে তাদের গতিবিধি বন্ধ করে, তার জন্য বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর সঙ্গে ইয়েভগেনি প্রিগোজ়িনের চুক্তি হয়েছে। রাশিয়ায় গতিবিধি থামানোর বদলে ওয়াগনার বাহিনীর যোদ্ধাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। পরে ক্রেমলিনের তরফেও জানানো হয়, প্রিগোজ়িনের বিরুদ্ধে সমস্ত অভিযোগ-মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। এর বদলে প্রিগোজিন তাঁর বাহিনী নিয়ে রাশিয়ার বদলে বেলারুসে চলে যাবেন।