ওয়াশিংটন: বহু প্রতীক্ষার অবসান। আমেরিকার মসনদে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ক্যাপিটাল ভবনে পৌঁছে গিয়েছেন তিনি। ট্রাম্পের শপথগ্রহণের সাক্ষী থাকতে সেদেশে ভারতের প্রতিনিধি হিসাবে হাজির হয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
তবে সংবাদমাধ্য়ম সূত্রে খবর, জয়শঙ্কর কিন্তু সেদেশে একা যাননি। সঙ্গে করে নিয়ে গিয়েছেন ট্রাম্পের প্রতি মোদীর লেখা একটি চিঠিও। কিন্তু কী রয়েছে সেই চিঠিতে? তা অবশ্য জানা যায়নি।
আবার, শপথগ্রহণের আগের রাতেই সেদেশে পৌঁছে গিয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানী। ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর সঙ্গী হয়েছেন স্ত্রী নীতা অম্বানীও। অনুষ্ঠানের এক রাত আগেই সেদেশে পৌঁছে গিয়েছেন তাঁরা। যোগ দিয়েছিলেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্টের প্রাইভেট পার্টিতেও।
উল্লেখ্য, এদিন আমেরিকা ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথগ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেন জমানায় দাঁড়ি টেনে পুনরায় নিজের রাজত্ব ফিরে পেতে চলেছেন তিনি। ইতিমধ্যেই প্রেসিডেন্ট হওয়ার আগেই বড় বড় ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প।
Privileged to represent 🇮🇳 as External Affairs Minister and Special Envoy of PM at the Swearing-In Ceremony of the 47th President of the United States of America today in Washington DC.
Attended the Inauguration Day Prayer Service at St John’s Church this morning.
🇮🇳 🇺🇸 pic.twitter.com/ktod8SdbpI
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 20, 2025
তিনি জানিয়ে দিয়েছেন, ক্ষমতায় ফেরার ২৪ ঘণ্টার মধ্যেই বাইডেনের আমলে তৈরি হওয়া বোকা বোকা আইনগুলিকে রদ করবেন তিনি। পাশাপাশি, অভিবাসন নিয়ে আরও কড়া হবে তিনি। তাঁর দাবি, দেশে যত সমস্যা তৈরি হয়েছে অভিবাসন ঘিরে। আমেরিকায় গত কয়েক বছর ধরে বাড়তে থাকা অপরাধের নেপথ্যে বাইডেনের উদাসীন অভিবাসী নীতিকে দায়ি করেছেন তিনি। তাই ক্ষমতায় ফিরেই অভিবাসী নীতিতেই প্রথম কোপটা আনতে চলেছেন ট্রাম্প, এমনটাই মত বিশেষজ্ঞদের।