AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Second Life: দ্বিতীয় জীবনের খোঁজ, Japan থেকে স্বেচ্ছায় হারিয়ে যান লক্ষ লক্ষ মানুষ!

Japan News: সূর্যদয়ের দেশ থেকেই কি না বছরে লক্ষ লক্ষ মানুষ স্রেফ উবে যান! হ্যাঁ, সত্যিই জাপান থেকে নিজের ইচ্ছায় হারিয়ে যান লক্ষাধিক ব্যক্তি।

Second Life: দ্বিতীয় জীবনের খোঁজ, Japan থেকে স্বেচ্ছায় হারিয়ে যান লক্ষ লক্ষ মানুষ!
Image Credit: Itaru Hirama/Dex Images/Getty Images
| Updated on: Aug 18, 2025 | 3:23 PM
Share

জাপান, আমাদের চোখে উন্নত একটি দেশ। যে দেশে সবার আগে সূর্য উদয় হয়। আর সেই দেশ থেকেই কি না বছরে লক্ষ লক্ষ মানুষ স্রেফ উবে যান! হ্যাঁ, সত্যিই জাপান থেকে নিজের ইচ্ছায় হারিয়ে যান লক্ষাধিক ব্যক্তি। কারও হয়তো মাথায় ঋণের বোঝা। কারও জীবন গ্রাস করছে হতাশা আবার কেউ চান নিজেকে শেষ করে দিতে। কিন্তু দেশের আইন, প্রশাসনের চোখের সামনে নিয়ে এমন উধাও হয়ে যাওয়া কি আদৌ সম্ভব?

হ্যাঁ, জাপানে অর্থের বিনিময়ে পাওয়া যায় হারিয়ে যাওয়ার পাসপোর্ট। বা কেউ নিজেকে গুম করাতে চাইলে, তাও করা হয়। এমন কিছু সংস্থা রয়েছে যারা এই সব ব্যক্তিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যারা এমন হারিয়ে যেতে চান, তাঁদের জাপানে বলা হয় ‘জোহাৎসু’।

বাড়ি ঘর, পরিবার পরিজন, চাকরি সব ছেড়ে এঁরা হারিয়ে যান। তারপর শুরু করেন নতুন জীবন। পিছন ফিরে আরার চান না এই সব ব্যক্তিরা। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে দাবি করা হয়েছে যে প্রতি বছর ১ লক্ষের বেশি মানুষ হারিয়ে। যান এইভাবেই। যে সব সংস্থা হারিয়ে যেতে সাহায্য করে তাদের বলা হয় ‘ইয়োনিগেয়া’। ইংরেজিতে এদের বলে ‘নাইট মুভার্স’। পারিবারিক নির্যাতন বা বোঝা থেকে মুক্তি পেতে এই সংস্থাগুলোই ভরসা যোগায় মানুষকে।

কোনও ব্যক্তি কীভাবে উধাও হবেন, কতদিন আত্মগোপন করে থাকবেন, কত খরচ হবে এই সবই হিসাব করে নেয় ‘নাইট মুভার্স’ সংস্থাগুলো। এ ছাড়াও ওই ব্যক্তির নতুন পরিচয়পত্রও তৈরি করিয়ে দেয় এই সংস্থাই।