AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: ঘরেই বসে শত্রু! আত্মঘাতী হামলায় উড়ে গেল পাক সেনার কনভয়, প্রাণ গেল সাধারণেরও

Pakistan: পাকিস্তানের খাইবার পাখতুন জেলার উত্তরে ওয়াজিরিস্তান এলাকায় প্রাণ গিয়েছে প্রায় ১৬ জন পাকিস্তানি জওয়ানের, এছাড়াও মৃত্যু হয়েছে ১২ জনের অধিক স্থানীয়র। ইতিমধ্য়ে পাকিস্তানি তালিবানরা হামলার দায় স্বীকার করেছে।

Pakistan: ঘরেই বসে শত্রু! আত্মঘাতী হামলায় উড়ে গেল পাক সেনার কনভয়, প্রাণ গেল সাধারণেরও
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Jun 28, 2025 | 5:44 PM
Share

নয়াদিল্লি: এক মাসের ব্যবধানে একই কায়দায় দ্বিতীয়বার পাক সেনার উপর চলল হামলা। শেষবার হামলার দায় স্বীকার করেছিল বালোচ লিবারেশন আর্মি। এবার শিকার করল পাকিস্তানের অন্দরে গড়ে ওঠা পাক তালিবানরা।

আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি প্রদত্ত তথ্য অনুযায়ী, আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের খাইবার পাখতুন জেলার উত্তরে ওয়াজিরিস্তান এলাকায় প্রাণ গিয়েছে প্রায় ১৬ জন পাকিস্তানি জওয়ানের, এছাড়াও মৃত্যু হয়েছে ১২ জনের অধিক স্থানীয়র। ইতিমধ্য়ে পাকিস্তানি তালিবানরা হামলার দায় স্বীকার করেছে।

স্থানীয় প্রশাসন এএফপি-কে জানিয়েছে, ‘একটি বিস্ফোরক ভর্তি গাড়ি সেনা কনভয়ে এসে সজোরে ধাক্কা মারে। তারপর বিস্ফোরণ। নিমিষে কনভয়ের মধ্যে থাকা গাড়িগুলিতে পরপর আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় জওয়ানদের।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে এলাকা হয় সেই কনভয়টি যাচ্ছিল, তা তুলনামূলক জনবহুল। তাই বিস্ফোরণ তীব্রতায় প্রাণ যায় বহু স্থানীয়র। দুটি বাড়ির ছাদ পর্যন্ত ধ্সে পড়ে। আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় আসার পর থেকেই ডুরান্ড লাইন, যা পাকিস্তান ও আফগানিস্তানের একটি কাল্পনিক সীমানা রেখা। সেখানে বেড়েছে উত্তেজনা। খাইবার পাখতুনকে পাকিস্তান থেকে ছিনিয়ে নিতে ওই এলাকায় ক্রমাগত তাদের প্রশাসন ও সেনাকে চাপে রেখেছে তারা। পাকিস্তানের অন্দরে বেড়েছে তালিবানি সন্ত্রাসীদের প্রকোপ।

একটি পরিসংখ্য়ান অনুযায়ী, ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত তালিবানি সন্ত্রাসের কারণে পাকিস্তানে মৃত্যু হয়েছে মোট ২৯০ জন জওয়ানের।