Muhammad Yunus: শিয়রে বিপদ, বাংলাদেশ ছেড়ে পালানোর ফন্দি আঁটছেন ইউনূস?
Bangladesh: জল্পনা তৈরি হয়েছে, সেনার চাপেই কি দেশ ছাড়ার পরিকল্পনা করছেন ইউনূস? তাহলে কি সেনা অভ্যুত্থানের পথে এগোচ্ছে বাংলাদেশ?

ঢাকা: কোন দিকে যাবে বাংলাদেশ? সরকার নেই, যাও বা অন্তর্বর্তী সরকার রয়েছে, তাতেও ভাঙন। বাংলাদেশে এমন পরিস্থিতি যে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসই পদত্যাগ করতে চাইছেন! বৃহস্পতিবারই ইচ্ছা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফা দেওয়ার। দেশের অন্দরেই জোর জল্পনা, পদত্যাগ করলে কি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবেন ইউনূস?
মহম্মদ ইউনূসের উপরে প্রবল চাপ। গত বছর হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হয় দেশ সংস্কার ও সুষ্ঠ নির্বাচন আয়োজনের জন্য। সেখানে এই নির্বাচন নিয়েই প্রবল চাপে মহম্মদ ইউনূস। এতদিন রাজনৈতিক দলগুলি চাপ দিচ্ছিল, এবার সেনাও হুঁশিয়ারি দিয়েছে। সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ডিসেম্বরের মধ্যে যেন বাংলাদেশে নির্বাচনের ব্য়বস্থা করা হয়। এরপরই ইউনূসের মুখে ইস্তফা দেওয়ার কথা।
জল্পনা তৈরি হয়েছে, সেনার চাপেই কি দেশ ছাড়ার পরিকল্পনা করছেন ইউনূস? তাহলে কি সেনা অভ্যুত্থানের পথে এগোচ্ছে বাংলাদেশ? এর কারণ হল, গত বছর শেখ হাসিনা দেশ ছাড়লেও, সেনা প্রধান পদে রয়েছেন তাঁর আস্থাভাজন ওয়াকার উজ জামান। বাংলাদেশের সেনা চলে তাঁর কথায়। আর সেই সেনাই মানতে পারছে না ইউনূস সরকারের হস্তক্ষেপ।
বাংলাদেশের সাধারণ মানুষ থেকে সেনা বা রাজনৈতিক দল কেউই মানতে পারছে নির্বাচন নিয়ে টালবাহানা। অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের অনাস্থা বাড়ছে। পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে মহম্মদ ইউনূসকে দেশ ছাড়তেও হতে পারে। আরেক মহলে আবার আলোচনা হচ্ছে যে ইস্তফা দিলেই মহম্মদ ইউনূসকে গ্রেফতার করতে পারে সেনাবাহিনী। সেই কারণেই পদ ছাড়লে, ইউনূস দেশও ছাড়বে।

