দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকল জল, হাবুডুবু খাচ্ছে সবাই! ‘ইদা’র দাপটে জারি জরুরি অবস্থা
বৃহস্পতিবারই নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জরুরি অবস্থার ঘোষণা করেন। মেয়র বিল ডে লাগার্ডিয়া বলেন, "ঐতিহাসিক আবহাওয়া দুর্যোগ দেখছি আমরা। রেকর্ড ভাঙা বৃষ্টি হচ্ছে, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাস্তাগুলির অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে।"
নিউইয়র্ক: রবিবার আছড়ে পড়েছিল হারিকেন ইদা (Hurricane Ida)। লুইসিয়ানায় আছড়ে পড়ায় প্রভাব খুব একটা টের পাননি নিউইয়র্কবাসী, কেবল বৃষ্টিই হচ্ছিল টানা দু-তিনদিন ধরে। ধীরে ধীরে ঘূর্ণিঝড় এগোতেই ভারী বৃষ্টি ও হড়পা বানের জেরে জলমগ্ন হয়ে পড়ল নিউ ইয়র্ক (New York), নিউ জার্সি (New Jersey) সহ একাধিক শহর। যে কোনও মুহূর্তে বন্যা হতে পারে, এই আশঙ্কায় জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।
রবিবার স্থলভাগে আছড়ে পড়ার পরই ক্য়াটেগরি-৪ ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছিল ইদা। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতি ঘণ্টায় ২৪০ কিমি বেগে হাওয়া বইছিল সে সময়ে। লুইসিয়ানা, মিসিসিপি ও টেনেসি পার করে এ বার আমেরিকার উত্তর পূর্ব অংশে আছড়ে পড়েছে হারিকেন ইদা। ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির জেরে নিউইয়র্কের সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রুকলিন ও কুইন্স অঞ্চল।
বৃহস্পতিবারই নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জরুরি অবস্থার ঘোষণা করেন। মেয়র বিল ডে লাগার্ডিয়া বলেন, “ঐতিহাসিক আবহাওয়া দুর্যোগ দেখছি আমরা। রেকর্ড ভাঙা বৃষ্টি হচ্ছে, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাস্তাগুলির অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোটা শহরজুড়েই জল জমে রয়েছে। হু হু করে জল ঢুকছে বাড়ির একতলাতে। মেট্রো স্টেশনগুলিতেও একই হাল। সাবওয়ের মধ্যে জল ভর্তি হয়ে যাওয়ায় মেট্রোর দরজা খুলতেই হু হু করে জল ঢুকছে. যাত্রীরা কেনওমতে রক্ষা পেয়েছেন সব বিপদের হাত থেকে। আপাতত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে বলেই জানানো হয়েছে। নেওয়ার্ক, লাগার্ডিয়া, জন এপ কেনেডি বিমানবন্দরে প্রায় শতাধিক বিমান বাতিল করে দেওয়া হয়েছে খারাপ আবহাওয়ার কারণে। ম্যানহ্যাটন, ব্রনক্স ও কুইন্সে যাতায়াত করার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে বন্য়ার সতর্কতা জারি করে সমস্ত বাসিন্দাদের উচু কোনও স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। আবহাওয়া দপতর সূত্রে জানানো হয়েছে, এভাবেই বৃষ্টি পড়লে যেকোনও মুহূর্তে হড়পা বানের সৃষ্টি হতে পারে। প্রতিবেশী রাজ্য নিউ জার্সিতেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ঘূর্ণিঝড় ইদায় মোট আটজনের মৃত্যুর খবর মিলল।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, নিউইয়র্কের দক্ষিণ অংশ, উত্তর নিউ জার্সি ও কনেটিকাটে টর্নেডো আছড়ে পড়তে পারে। সোমেরসেট কাউন্টিতে ভয়াবহ হড়পা বান আসতে পারে।
শুক্রবারই ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত লুইসিয়ানায় যাওয়ার কথা প্রেসিডেন্ট জো বাইডেনের। সেখানে প্রায় ৩০ লক্ষেরও বেশি বাড়ি, অফিস ও কারখানাগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিদ্যুৎ পরিষেবা ফের চালু করতে এক সপ্তাহ অবধি সময় লেগে যেতে পারে। আরও পড়ুন: ইরান মডেলের অনুকরণে মন্ত্রিসভা, শীর্ষে থাকবেন ‘সুপ্রিম লিডার’, তৈরি তালিব সরকারের ব্লু-প্রিন্ট