তালিবান সরকারের ডেপুটি মুখপাত্র ইন্নামুল্লাহ সমনগানি সংবাদসংস্থা রয়টার্সকে জানান, তালিব সরকার মনে করছে যে এই মন্ত্রকগুলি আর প্রয়োজনীয় নয়। সেই কারণে বাজেটেও এই মন্ত্রকগুলির জন্য কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। এবার পুরোপুরি এই মন্ত্রকগুলি উঠিয়ে দেওয়া হচ্ছে। যদি প্রয়োজন হয়, তবে পরবর্তী সময়ে এই সিদ্ধান্ত বল করা হতে পারে জানানো হয়েছে।

উল্লেখ্য, তালিবান ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সপ্তম শ্রেণির পর মেয়েদের স্কুলে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সমস্ত মহিলাদেরই হিজাব পরা বাধ্যতামূলক করা হয়েছে। জনসমক্ষে পুরুষসঙ্গী ছাড়া মহিলাদের চলাফেরার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।