Ukraine President’s Request to Russia: দেশের দুর্দশা আর সহ্য হচ্ছে না, ‘দয়া করে গোলাবর্ষণ বন্ধ করুন’, আবেদন জ়েলেনস্কির
Russia-Ukraine Conflict: বিপদের মুহূর্তে দেশ ছাড়তে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট। মঙ্গলবারই কিয়েভের একটি সরকারি কার্যালয়ের বাইরে তাঁর দেখা মেলে। নিরাপত্তা বেষ্টনীর মাঝখান থেকেই ইউক্রেনীয় প্রেসিডেন্ট জ়েলেনস্কি ন্যাটোর সদস্য দেশগুলির কাছে অনুরোধ জানান তারা যেন রাশিয়ার বায়ুসেনার হামলা রুখতে 'নো-ফ্লাই জ়োন' ঘোষণা করুক।
কিয়েভ: যুদ্ধ থামাতে আজই বৈঠকে বসতে পারে রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine Talk)। তবে আপাতত হামলা থামানোর কোনও মনোভাবই নেই রুশ বাহিনীর (Russian Army)। একের পর এক শহরে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনা বাহিনী। এদিন সকালেই খেরসন (Kherson) শহর দখল করে। তবে আলোচনায় বসার আগেই দেশের রক্তাক্ত হাল দেখে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি(Volodymyr Zelenskyy)-র অনুরোধ, দয়া করে এই লাগাতার বোমাবর্ষণ বন্ধ করুক রাশিয়া। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই বেলারুসে মুখোমুখি বৈঠকে বসেছিল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।
বিপদের মুহূর্তে দেশ ছাড়তে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট। মঙ্গলবারই কিয়েভের একটি সরকারি কার্যালয়ের বাইরে তাঁর দেখা মেলে। নিরাপত্তা বেষ্টনীর মাঝখান থেকেই ইউক্রেনীয় প্রেসিডেন্ট জ়েলেনস্কি ন্যাটোর সদস্য দেশগুলির কাছে অনুরোধ জানান তারা যেন রাশিয়ার বায়ুসেনার হামলা রুখতে ‘নো-ফ্লাই জ়োন’ ঘোষণা করা হোক। এরফলে রাশিয়া আকাশপথে যে দৌরাত্ব্য দেখাচ্ছে, তা কিছুটা হলেও প্রতিরোধ করা যাবে।
যুদ্ধ পরিস্থিতির মাঝে সম্প্রতিই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার আবেদন জানিয়েছিলেন প্রেসিডেন্ট জ়েলেনস্কি। ন্যাটোর সদস্যও হতে চায় ইউক্রেন। মঙ্গলবার প্রেসিডেন্ট জানান, যদি ন্য়াটোর সদস্যপদের আবেদন খারিজ করে দেওয়া হয়, তবে ইউক্রেনের নিরাপত্তার জন্য যেন লিখিত ও আইনত সুরক্ষার গ্যারান্টির ব্য়বস্থা করা হয়। রাশিয়ার সঙ্গে আগামিদিনে আলোচনার প্রসঙ্গে জ়েলেনস্কি বলেন, “আলোচনার জন্য অন্তত বোমাবর্ষণ বন্ধ করা উচিত। দয়া করে বোমাবর্ষণ বন্ধ করুন, তারপর আলোচনার টেবিলে বসুন।”
উল্লেখ্য, গত সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের উপরে হামলা শুরু করার পরই ন্যাটোর সদস্য়দেশগুলির তরফে ইউক্রেনকে অস্ত্র সাহায্য করা হয়। অন্যদিকে, পশ্চিমী দেশগুলিও রাশিয়ার সমস্ত অর্থ সাহায্য বন্ধ করে দিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কির দাবি, ইউক্রেনের সুরক্ষার জন্য আরও বেশি কিছু করা উচিত আন্তর্জাতিক মহলের। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যে তাঁর ব্য়ক্তিগতভাবে কথা হয়েছে এবং তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।