Women Harassment in Pakistan: জল চাইতে আসাই ‘অপরাধ’, চুরির অভিযোগে প্রকাশ্যে নগ্ন করে মারধর ৪ মহিলাকে
Women Harassment in Pakistan: চুরির অভিযোগে প্রকাশ্যে ওই চারজন মহিলাকে নগ্ন করে একদল ব্যক্তি। তবে এখানেই শেষ নয়, সকলের সামনে টেনে হিচড়ে নিয়ে গিয়ে লাঠি দিয়ে মারধরও করা হল ওই চারজনকে।
লাহোর: দোকানে থরে থরে সাজানো জিনিসপত্র থেকেই নাকি উধাও হয়ে গিয়েছিল বেশ কিছু সামগ্রী। সেই সময়ই দোকানে উপস্থিত ছিলেন চারজন মহিলা। চুরির (Stealing) অভিযোগে প্রকাশ্যে ওই চারজন মহিলাকে নগ্ন (Naked) করে একদল ব্যক্তি। তবে এখানেই শেষ নয়, সকলের সামনে টেনে হিচড়ে নিয়ে গিয়ে লাঠি দিয়ে মারধরও করা হল ওই চারজনকে। ঘটনাটি ঘটেছে পাকিস্তান(Pakistan)-র পঞ্জাব প্রদেশে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো (Viral Video)।
চলতি সপ্তাহের সোমবার পাকিস্তানের ফইসালাবাদে (Faisalabad) এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক কিশোরী সহ চারজন মহিলা নগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। তাদের ঘিরে বেশ কয়েকজন পুরুষ দাঁড়িয়ে রয়েছেন। বিবস্ত্র মহিলারা এক টুকরো কাপড়ের জন্য আবেদন করছেন, কিন্তু তাদের আর্জি শোনার বদলে নগ্ন অবস্থাতেই লাঠি দিয়ে তাদের মারধর করা হচ্ছে। মহিলারা কান্নাকাটি করে তাদের ছেড়ে দেওয়ার আবেদন জানালেও কেউ তাদের কথা শুনছিলেন না। প্রায় এক ঘণ্টা ধরে তাদের নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটানো হয় বলে জানা গিয়েছে।