AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trump-Putin: ‘ট্রাম্প থাকলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটাই হত না’, বলে দিলেন পুতিন

Trump-Putin: পুতিন জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতার মধ্যে সমঝোতা হয়েছে, তবে এর থেকে বেশি কিছু বলতে চাননি তাঁরা। দুজনেই বুঝিয়ে দিয়েছেন যে তাঁদের বৈঠক কার্যকর হয়েছে।

Trump-Putin: 'ট্রাম্প থাকলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটাই হত না', বলে দিলেন পুতিন
Image Credit: PTI
| Updated on: Aug 16, 2025 | 10:50 AM
Share

ওয়াশিংটন: ২০২২ সালে যদি আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প থাকতেন, তাহলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধটাই হত না। আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এমনটাই বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর দাবি, ট্রাম্প ক্ষমতায় থাকলে দ্বন্দ্বটা শুরু হত না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যে সময় শুরু হয়, তখন মার্কিন প্রেসিডেন্ট পদে ছিলেন জো বাইডেন। ট্রাম্প বারবার বলেছেন, তিনি পদে থাকলে যুদ্ধটা হতে দিতেন না। আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পুতিন বলেন, “আমি সেই সময় বাইডেনকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, যাতে পরিস্থিতি এমন দিকে না যায় যে সামরিক শক্তি প্রয়োগ করতে হয়।” পুতিন আরও বলেন, “আমি তখন বলেছিলাম, পরিস্থিতি যেন এমন দিকে না গড়ায় যাতে আর ফেরার রাস্তা না থাকে।”

বৈঠকের পর পুতিন স্পষ্টই বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকলে যুদ্ধটাই হত না। তাঁর বক্তব্য, ট্রাম্পের সঙ্গে তাঁর এক বিশ্বাসযোগ্যতার সম্পর্ক রয়েছে। এই পথে থাকলে দ্রুত ইউক্রেনের সঙ্গে সংঘাত মিটে যাবে বলেও মনে করেন তিনি। ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ ব্যবহারের কথা উল্লেখ করে পুতিন এদিন বলেন, আগে সমস্যা থাকলেও, তা আপাতত মেটানোর সময় এসে গিয়েছে।

পুতিন জানিয়েছেন, দুই রাষ্ট্রনেতার মধ্যে সমঝোতা হয়েছে, তবে এর থেকে বেশি কিছু বলতে চাননি তাঁরা। দুজনেই বুঝিয়ে দিয়েছেন যে তাঁদের বৈঠক কার্যকর হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ার পর এই প্রথমবার পুতিন আমেরিকার মাটিতে পা রাখলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখনও পর্যন্ত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাই এই বৈঠক নিয়ে আশাবাদী ছিলেন অনেকেই।