Mamata Banerjee in Dubai: বাড়বে রফতানি, UAE-র মন্ত্রীর সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বৈঠক মমতার
Mamata Banerjee meets UAE Minister: সংযুক্ত আরব আমিরশাহীর বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী থানি বিন আহমেদ আল জ়েউদির সঙ্গে শুক্রবার দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুবাইয়ে এক বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন উভয়ে। সেখানেই বেশ কিছুক্ষণ উভয়ের মধ্যে একান্ত বৈঠক হয়।
দুবাই: সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে আরও উন্নত হবে বাংলার বাণিজ্যিক সম্পর্ক। সংযুক্ত আরব আমিরশাহীর বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী হানি বিন আহমেদ আল জ়েউদির সঙ্গে শুক্রবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুবাইয়ে এক বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন উভয়ে। সেখানেই বেশ কিছুক্ষণ উভয়ের মধ্যে একান্ত বৈঠক হয়। বাংলার বাণিজ্যিক সম্ভাবনার বিভিন্ন আঙ্গিক নিয়ে কথা হয় উভয়ের মধ্যে। পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানো এবং বাংলা থেকে আরও বেশি পণ্য সে দেশে রফতানির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে দু’জনের।
বাংলায় উৎপাদিত পণ্যের প্রায় ১২ শতাংশ সংযুক্ত আরব আমিরশাহীতে রফতানি হবে বলে এদিন বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার যে বিগত দিনগুলিতে লাফিয়ে লাফিয়ে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়েছে, সে কথাও এদিন সংযুক্ত আরব আমিরশাহীর বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে তুলে ধরেন মমতা। ২০২৩-২৪ অর্থবর্ষে বাংলার জিডিপি সাড়ে ১৭ লাখ কোটি টাকারও বেশি ( ২১২ বিলিয়ন মার্কিন ডলার), সেই বিষয়টিও নিয়েও আলোচনা হয়েছে দুই মন্ত্রীর বৈঠকে।
সামনেই রাজ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন রয়েছে। নভেম্বরের ওই মেগা বাণিজ্য সম্মেলনেও সংযুক্ত আরব আমিরশাহীর বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী হানি বিন আহমেদ আল জ়েউদিকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উভয়েই খোশমেজাজে আলোচনা করেন বাণিজ্যিক বিভিন্ন সম্ভাবনার বিষয় নিয়ে। সংযুক্ত আরব আমিরশাহীর মন্ত্রীকে একটি ক্যানভাসও উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর মন্ত্রীর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এই বৈঠকের পর আগামী দিনে বাংলার সঙ্গে দুবাই তথা সংযুক্ত আরব আমিরশাহীর বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।