AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: মুখে নেহরু, বুকে মার্কস! ট্রাম্পের দেশে ‘ফিনিক্স পাখি’ মামদানি, শিক্ষা নেবে বাংলার CPM?

New York Mayor Mamdani: ৫০ শতাংশ ভোট পেয়ে ৩৪ বছর বয়সী মামদানি এখন নিউ ইর্য়কের নির্বাচিত মেয়র। আমেরিকার রাজনীতিতে 'কমিউনিস্ট' মুখ। মঙ্গলবার মেয়র নির্বাচনে জয়লাভ করে ইতিহাস তৈরি করেছেন তিনি। ১০০ বছর পর সর্বকনিষ্ঠ মেয়র পেয়েছে নিউ ইয়র্ক শহর। পাশাপাশি, আমেরিকার অন্যতমে শহরে এই প্রথম মুসলিম মেয়রও এই মামদানিই।

Explained: মুখে নেহরু, বুকে মার্কস! ট্রাম্পের দেশে 'ফিনিক্স পাখি' মামদানি, শিক্ষা নেবে বাংলার CPM?
'ফিনিক্স পাখি' মামদানিImage Credit: নিজস্ব চিত্র
| Updated on: Nov 13, 2025 | 12:28 PM
Share

কলকাতা: ৩৪-এর যুবক এখন বিশ্বের একাংশের কাছে ‘স্বপ্নের ফেরিওয়ালা’। আমেরিকার বুকে দখিনা হাওয়াকে একা ঠেকিয়েছেন তিনি। নিজেকে পরিচয় দিয়েছেন তরুণ, মুসলিম এবং সর্বোপরি একজন ডেমোক্র্যাট হিসাবে। তবে এই পরিচয়ের ফাঁকে ঢাকা পড়েনি তাঁর আরও একটি পরিচয়। তা হল বামপন্থী। ট্রাম্পের ‘চোখ রাঙানিকে’ বুড়ো আঙুল দেখিয়ে এখন নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হয়েছেন জ়োহরান মামদানি। কেউ কেউ বলছেন, একুশ শতকের বামপন্থীদের চেহারাটা ঠিক এরকমই হয়। কে এই মামদানি? ৫০ শতাংশ ভোট পেয়ে ৩৪ বছর বয়সী মামদানি এখন নিউ ইর্য়কের নির্বাচিত মেয়র। আমেরিকার রাজনীতিতে ‘কমিউনিস্ট’ মুখ। মঙ্গলবার মেয়র নির্বাচনে জয়লাভ করে ইতিহাস তৈরি করেছেন তিনি। ১০০ বছর পর সর্বকনিষ্ঠ মেয়র পেয়েছে নিউ ইয়র্ক শহর। পাশাপাশি, আমেরিকার অন্যতম...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন