Affair Complication: পার্টিতে যুবতীর সঙ্গে ছবি তোলার শাস্তি, প্রেমিককে গাড়ি চাপা দিয়ে খুন প্রেমিকার
সেই পোস্ট চোঁখে পড়েছিল ওই যুবকের প্রেমিকের। তার পরই যুবকের জীবনে নেমে আসে বিপর্যয়। পার্টির ছবি পোস্ট করার কয়েক ঘণ্টা পরই গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় ওই যুবকের। নিজের বাড়ির কাছেই গাড়ি চাপা পড়েছিলেন তিনি। পুলিশ জানায়, ওই যুবকের প্রেমিকা তাঁকে গাড়ি চাপা দিয়ে খুন করেছেন।

লন্ডন: বন্ধুদের সঙ্গে পার্টিতে গিয়েছিলেন এক যুবক। সেখানে গিয়ে এক যুবতীর সঙ্গেও ছবি তোলেন তিনি। সেই ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই পোস্ট চোঁখে পড়েছিল ওই যুবকের প্রেমিকের। তার পরই যুবকের জীবনে নেমে আসে বিপর্যয়। পার্টির ছবি পোস্ট করার কয়েক ঘণ্টা পরই গাড়ি চাপা পড়ে মৃত্যু হয় ওই যুবকের। নিজের বাড়ির কাছেই গাড়ি চাপা পড়েছিলেন তিনি। পুলিশ জানায়, ওই যুবকের প্রেমিকা তাঁকে গাড়ি চাপা দিয়ে খুন করেছেন। পার্টিতে অন্য মহিলার সঙ্গে ছবি পোস্ট করার জন্য প্রেমিকা খুন করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গত বছর ৫ ডিসেম্বর এই ঘটনা ঘটেছিল ব্রিটেনে। প্রেমিকার হাতে খুন হওয়া ওই যুবকের নাম রায়ান ওয়াটসন (২৪)। তাঁকে খুনে অভিযুক্ত প্রেমিকার নাম অ্যালিস উড (২৩)। এই খুনে জন্য অ্যালিসকে গ্রেফতার করেছে পুলিশ। এখন বিষয়টি নিয়ে মামলা চলছে আদালতে।
এই খুনের ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রায়ান পার্টিতে গিয়ে মদ খেয়েছিলেন। তিনি একাই বসেছিলেন। তখন তাঁর কয়েক জন বন্ধু তাঁকে টেনে ডান্স ফ্লোরে নিয়ে আসেন। সেখানে এসে তাঁর সঙ্গে ছবি তুলেছিলেন। কিন্তু বেশিক্ষণ ডান্সফ্লোরে থাকেননি রায়ান। তিনি পার্টি শেষ হওয়ার আগেই বেরিয়ে যান। আমি তার কিছুক্ষণ পর বেরিয়েছিলাম। এর পর শুনেছি রায়ান গাড়ি চাপা পড়ে মারা গিয়েছেন।
