AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Unrest: ইউনূসের নতুন বাংলাদেশে মুজিবের বাড়ির সামনে চুলের মুঠি ধরে মহিলাকে রাস্তায় ফেলে মার! কারণটা জানলে গায়ে কাঁটা দেবে

Bangladesh Unrest: বৃহস্পতিবার সকালে ওই বাড়ির অবশিষ্টাংশ রক্ষা করতে ছুটে আসেন দুই মহিলা। বাড়ির সামনে এসে 'জয় বাংলা' স্লোগান দেন তিনি। বারবার অনুরোধ করতে থাকেন যাতে ইতিহাস নষ্ট করা না হয়।

Bangladesh Unrest: ইউনূসের নতুন বাংলাদেশে মুজিবের বাড়ির সামনে চুলের মুঠি ধরে মহিলাকে রাস্তায় ফেলে মার!  কারণটা জানলে গায়ে কাঁটা দেবে
| Updated on: Feb 06, 2025 | 3:49 PM
Share

পাশবিক ছবি বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি ভাঙতে বাঁধা দেওয়ায় রাস্তায় ফেলে মার মহিলাকে। এমনকি মুখে গায়ে ছিটিতে দেওয়া হল মাটি-ধুলোও। চুলের মুঠি ধরে ফেলে দেওয়া হয় মাটিতে।

প্রসঙ্গত, গতকাল রাত থেকেই ফের উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। প্রথমে অগ্নি সংযোগ করা হয় শেখ মুজিবর রহমানের ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। পরে জেসিবি রাত থেকেই শুরু হয় সেই বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ। যদিও এই ঘটনাকে জনরোষ বলেই দাবি। তবে আওয়ামী লিগের নেতাদের একাংশের দাবি এই ঘটনা পূর্বপরিকল্পিত। রাতের বেলায় যখন অনলাইন মাধ্যমে অডিয়ো বার্তা দেওয়া শুরু করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে মিছিল করে একটি দল যায় ধানমন্ডির বাড়ির দিকে। ধানমন্ডির বাড়িতে দিয়ে ভাঙচুর, তান্ডবলীলা চালালেও প্রশাসন বা পুলিশের কোনও দেখা মেলেনি।

এর পরেই বৃহস্পতিবার সকালে ওই বাড়ির অবশিষ্টাংশ রক্ষা করতে ছুটে আসেন দুই মহিলা। বাড়ির সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি। বারবার অনুরোধ করতে থাকেন যাতে ইতিহাস নষ্ট করা না হয়।

এর পরেই পাশবিক অত্যাচার করা হয় ওই মহিলার উপরে। মহিলাকে চুলের মুঠি ধরে ঘুরিয়ে ফেলে দেওয়া হয় মাটিতে। ছোঁড়া হয় ইঁট, ধুলো বালিও। প্রকাশ্য রাস্তায় সম্মানহানী করে অকথ্য অত্যাচার চলে মহিলার উপরে। জনতার মাঝখানে, ক্যামেরার সামনেই চলে চূড়ান্ত হেনস্থা।

প্রসঙ্গত, এরপরেই ফের প্রশ্নের মুখে বাংলাদেশের আইন-শৃঙ্খলা। কবে ফিরবে শান্তি? মহম্মদ ইউনূস সরকার কি বাংলাদেশের মুক্তি যুদ্ধের ইতিহাস মুছে দিতে চাইছে? বিশেষজ্ঞদের একাংশের দাবি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনায় ছাত্র-যুবরা জড়িত থাকলেও, আসলে এটি পূর্ব পরিকল্পিত। দু’দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল জমায়েতের কথা। ছাত্র-যুবর আড়ালে আসলে জামাত শিবির এই তান্ডবলীলা চালায় বলেও উঠছে অভিযোগ। কেন অগ্নিসংযোগ করার পরেও মহম্মদ ইউনূসের সরকার চুপ? কেন সেনা, পুলিশ বা দমকল কর্মীরা কেউ এল না? তবে কি এই নৈরাজ্যে মহম্মদ ইউনূসের সরাসরি মদত র‍য়েছে? উঠছে সেই প্রশ্নও।