Zimbabwe: সোনা তুলতে অবৈধ খননের জেরে স্কুলে ধস, পায়ের তলার মাটি সরল পড়ুয়াদের
এর জেরে বেশ কয়েক জন পড়ুয়া আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হয় চিকিৎসা।
হারারে: ধসের কবলে স্কুলবাড়ি। ক্লাস চলার সময়ই নামে ধস। এর জেরে মাটি ফাঁক হয়ে যায়। তাতে ঢুকে যায় স্কুলের বেশ কয়েকটি ক্লাসরুম। এর জেরে বেশ কয়েক জন পড়ুয়া আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই হয় চিকিৎসা। এই ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, কী ভাবে ক্লাসরুম ঢুকে গিয়েছে মাটির নীচে। ক্লাসে চেয়ার বেঞ্চও ফাকের মধ্যে ঢুকে রয়েছে। আফ্রিকার দেশ জিম্বাবোয়ের কেয়েকেয়ে শহরে একটি প্রাইমারি স্কুলে ঘটেছে এই ঘটনা। জিম্বাবোয়ের রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকা। ওই এলাকায় অবৈধ খনির রমরমা রয়েছে বলে অভিযোগ। সেই অবৈধ খননের জেরেই এই দুর্ঘটনা বলে সংবাদসংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে।
জিম্বাবোয়ের রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত কেয়েকেয়ে শহর। এই শহর লাগো এলাকা খনি সমৃদ্ধ। মূলত সোনার খনি রয়েছে সেখানে। সোনার খনি ছাড়াও সেখানে অবৈধ ভাবে খনন কাজ চলে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে অভিযোগ থাকলেও সে দেশের সরকার কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। অবৈধ খনন কাজের জেরেই ওই এলাকার প্রাইমারি স্কুল এই ধসের কবলে পড়েছে বলে জানা গিয়েছে। এর জেরে ১৭ জন স্কুল পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের সকলেরই বয়স ১০ থেকে ১১ বছরের মধ্যে।
ঘটনা নিয়ে সরব হয়েছেন ওই এলাকার সাংসদ জুদিথ তোবাইয়া। ঘটনার ছবি টুইটারে শেয়ার করে তিনি শীঘ্র ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি আহত স্কুল পড়ুয়াদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সাধারণ মানুষ। অবৈধ খনন বন্ধের দাবি তুলেছেন। অন্য দিকে দুঃখপ্রকাশ করে সে দেশের সরকার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।