Budget 2026 Live Stream: ১ ফেব্রুয়ারি কখন থেকে বাজেট শুরু? কোথায় LIVE দেখবেন, জেনে নিন
Budget 2026 Time: চলতি বছরেই যেহেতু পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরলে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই বাজেটে এই রাজ্যগুলির উপরে বিশেষ জোর দিতে পারে সরকার। ঘোষণা করা হতে পারে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের।

রাত পোহালেই কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026)। গতবারের বাজেটে একাধিক উপহার দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আয়করে ছাড় দেওয়া হয়েছিল। এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কী ঘোষণা করবেন, তার দিকে নজর সবার। চলতি বছরেই যেহেতু পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরলে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই বাজেটে এই রাজ্যগুলির উপরে বিশেষ জোর দিতে পারে সরকার। ঘোষণা করা হতে পারে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের। পাশাপাশি সাধারণ মানুষের কথা মাথায় রেখেও আয়কর থেকে শুরু করে জিএসটির নিয়মে ছাড় বা আরও সরলীকরণের ঘোষণা করতে পারে সরকার।
কেন্দ্রীয় বাজেট শুরু হবে সকাল ১১টা থেকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। এই নিয়ে একটানা নবম বার তিনি বাজেট পেশ করতে চলেছেন। বাজেটের সরাসরি সম্প্রচার দেখা যাবে সংসদ টিভিতে। পাশাপাশি টিভি৯ বাংলার ওয়েবসাইট – https://tv9bangla.com/budget
টিভি৯ বাংলার ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/live/H7bwQ50CpXE?si=LUA0PXhpJ7QuViDn
যাবতীয় আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলায়।
