Gold Price: ৩৭ হাজার টাকা ভরি, উৎসবের আগে দেদার বিকোচ্ছে সোনা!
Gold Price Drop: আমাদের দেশে উৎসবে সোনা কেনা ও উপহারে সোনার দেওয়ার চল রয়েছে। ফলে, মধ্যবিত্ত যাতে সোনা কিনতে পারে, সেই কারণে বিশেষ ব্যবস্থা নিয়েছে কেন্দ্র সরকার।

সোনার দাম হু হু করে বেড়েছে। আর একই সঙ্গে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে এই ধাতু। সোনার দাম বাড়ায় হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে। কিন্তু চাপে পরেছেন দেশের সাধারণ মানুষ। কারণ, আমাদের দেশে উৎসবে সোনা কেনা ও উপহারে সোনার দেওয়ার চল রয়েছে। ফলে, মধ্যবিত্ত যাতে সোনা কিনতে পারে, সেই কারণে বিশেষ ব্যবস্থা নিয়েছে কেন্দ্র সরকার।
চলতি বছরের জুন মাসে সোনার বিক্রি করেছে গিয়েছিল ৬০ শতাংশ। আর বিক্রি কমা সরকারকে আভাস দিয়েছিল আগামীতে আরও কমতে পারে সোনা বিক্রি। ফলে, কিছু একটা ব্যবস্থা নিতে হত কেন্দ্রকে। আর সেই ব্যবস্থাই গ্রহণ করেছে কেন্দ্র। জুলাই মাস থেকে ৯ ক্যারেট সোনার হলমার্কিং করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।
৯ ক্যারেট সোনায় থাকে ৩৭.৫ শতাংশ খাঁটি সোনা। আর বাকিটা থাকে অন্য কোনও ধাতু। ফলে ২৪ ক্যারেট সোনা যা ৯৯.৯ শতাংশ খাঁটি তার দাম লাখ টাকা ছুঁলেও ৯ ক্যারেট সোনার দাম হবে ৩৮ হাজার টাকার মধ্যেই। ফলে অনেক মানুষ ২২ ক্যারেট গয়নার সোনা যাঁদের নাগালের বাইরে, তাঁদের কাছে ৯ ক্যারেট সোনা একটা দুর্দান্ত জায়গা।
সোনার গয়না কিনতে চাইলে কেনার আগে হলমার্ক ও HUID দেখে নেবেন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা সোনা কেনার কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
