AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

3 Cr Retirement Fund: ৩ কোটির রিটায়ারমেন্ট ফান্ড, কীভাবে তৈরি করবেন?

Retirement Corpus: এই পরিমাণ টাকা থাকলে মাসে অন্তত ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা আয় করা সম্ভব। যা দিয়ে আজ থেকে ১৫ বছর বা ৩০ বছর পরও আপনার দৈনন্দিন খরচ এবং চিকিৎসার খরচ, সবই সামলাতে পারবেন। কিন্তু এই লক্ষ্যে পৌঁছবেন কীভাবে? হাতিয়ার একটাই; মিউচুয়াল ফান্ডে এসআইপি।

3 Cr Retirement Fund: ৩ কোটির রিটায়ারমেন্ট ফান্ড, কীভাবে তৈরি করবেন?
৩ কোটির তহবিল!Image Credit: Getty Images
| Updated on: Jan 06, 2026 | 4:05 PM
Share

আপনার বয়স এখন কত? ২৫, ৩৫ নাকি ৪৫? ভাবছেন রিটায়ারমেন্ট তো অনেক দেরি! কিন্তু মনে রাখবেন, মুদ্রাস্ফীতির বাজারে আপনার আজকের সঞ্চয় আগামীর জন্য যথেষ্ট নাও হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সসম্মানে অবসরের জন্য অন্তত ৩ কোটি টাকার একটি তহবিল থাকা জরুরি।

কেন ৩ কোটি টাকা?

এই পরিমাণ টাকা থাকলে মাসে অন্তত ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা আয় করা সম্ভব। যা দিয়ে আজ থেকে ১৫ বছর বা ৩০ বছর পরও আপনার দৈনন্দিন খরচ এবং চিকিৎসার খরচ, সবই সামলাতে পারবেন। কিন্তু এই লক্ষ্যে পৌঁছবেন কীভাবে? হাতিয়ার একটাই; মিউচুয়াল ফান্ডে এসআইপি।

দেরি করলেই বিপদ

সময় কিন্তু আপনার সবচেয়ে বড় বন্ধু। ফলে, আপনি যত দ্রুত জমানো শুরু করবেন, পকেটে চাপ তত কম পড়বে। হিসাব বলছে, নিফটি ৫০ বা সেনসেক্সের মতো সূচক গড়ে ১২ শতাংশের আশেপাশেই রিটার্ন দেয়। সেই কারণেই ১২ শতাংশ গড় রিটার্ন যদি আমরা ধরি ধরে হিসেবটা অনেকটা এরকম:

  • ২৫ বছর বয়সে শুরু: মাসে মাত্র ৫ হাজার ৫০০ টাকা জমিয়ে আপনি ৩৫ বছরে ৩ কোটির গণ্ডি ছুঁতে পারেন। অর্থাৎ, আপনার বয়স ৬০ যখন হবে, সেই সময় আপনার কাছে ৩ কোটি টাকার একটা তহবিল থাকবে।
  • ৩৫ বছর বয়সে শুরু: মাত্র ১০ বছর দেরি যদি আপনি করেন, তাহলে জমানোর অঙ্কটা বেড়ে দাঁড়াবে মাসে ১৮ হাজার টাকায়।
  • ৪৫ বছর বয়সে শুরু: যদি ৪৫ বছর বয়সে এসে মনে করেন যে একটা অবসরকারীন ফান্ড প্রয়োজন, তাহলে আপনাকে প্রতি মাসে জমাতে হবে আনেকটা বেশি। মাসে প্রায় ৬৩ হাজার টাকা করে জমাতে হবে আপনাকে।

কী করবেন আপনি?

আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ছোট অঙ্ক দিয়েই শুরু করুন, কিন্তু তা হতে হবে নিয়মিত। মিউচুয়াল ফান্ডে শৃঙ্খলা এবং সময়—এই দুইয়ের ম্যাজিকই আপনাকে কোটিপতি বানাতে পারে। অবসরের পরিকল্পনা কিন্তু কোনও বিলাসিতা নয়, বরং প্রয়োজন। আজই আপনার অর্থনৈতিক উপদেষ্টার সাথে কথা বলুন এবং বিনিয়োগের প্রথম ধাপটি করে ফেলুন। মনে রাখবেন, সময় যত এগিয়ে যাবে, বিনিয়োগের অঙ্ক ততই বড় হতে থাকবে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।