AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah-Train: ১২৬ খানা ট্রেন! শিয়ালদহ ডিভিশনে এবার নজিরবিহীন উদ্যোগ

Sealdah Division: শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজার পঙ্কজ যাদব, কন্ট্রোলার ও মূল সুপারভাইজারদের সঙ্গে একটি বৈঠক করেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে। বৈঠকে তিনি কন্ট্রোল অফিসকে ডিভিশনের 'মেরুদণ্ড' বলে উল্লেখ করে জানান, ১২৬টি বিশেষ ট্রেনের নিরাপত্তা বজায় রাখতে কন্ট্রোল অফিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Sealdah-Train: ১২৬ খানা ট্রেন! শিয়ালদহ ডিভিশনে এবার নজিরবিহীন উদ্যোগ
Image Credit: PTI
| Edited By: | Updated on: Jan 07, 2026 | 9:35 PM
Share

কলকাতা: প্রতি বছরের মতো এবার গঙ্গাসাগর মেলা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোদমে। লক্ষ লক্ষ পূণ্যার্থীর ভিড় হবে সংক্রান্তিতে। সেজে উঠেছে মেলা চত্বর। সেই সঙ্গে পরিবহনের ক্ষেত্রেও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে, কারণ বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা যাবেন সাগরমেলায়। যাতে সবাই নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, তাই বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেলও। শিয়ালদহ ডিভিশনে ট্রেনের সংখ্যা রেকর্ড পরিমাণ বাড়ানো হচ্ছে।

শিয়ালদহ ডিভিশন মোট ১২৬টি বিশেষ ট্রেন চালু করছে এই গঙ্গাসাগর মেলার জন্য। এটা পূর্ব রেলের এক অভিনব উদ্যোগ। কারণ এর আগে ৭২টি ট্রেন চালানো হয়েছিল, তবে এবার সেই সংখ্যাটা অনেকটাই বেশি।

Large Image Train Meeting

রেলের বৈঠক

শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল অপারেশনস ম্যানেজার পঙ্কজ যাদব, কন্ট্রোলার ও মূল সুপারভাইজারদের সঙ্গে একটি বৈঠক করেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে। বৈঠকে তিনি কন্ট্রোল অফিসকে ডিভিশনের ‘মেরুদণ্ড’ বলে উল্লেখ করে জানান, ১২৬টি বিশেষ ট্রেনের নিরাপত্তা বজায় রাখতে কন্ট্রোল অফিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ ট্রেনগুলির সময়সূচির ক্ষেত্রে যাতে সঠিকভাবে সমন্বয় করা হয়, সেই বার্তাও দেওয়া হয়েছে বৈঠকে। আরও বুঝিয়ে দেওয়া হয়েছে যে ওই সময় কোনও রকমের ক্রটি রেয়াত করা হবে না। কোনও অসুবিধা হলে, তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানানো হয়েছে।

শিয়ালদহ ডিভিশনে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অফিসার ও সুপারভাইজারদের মোতায়েন করা হবে। ভিড়ের গতিবিধি ও ট্রেন চলাচলে রিয়েল-টাইম পর্যবেক্ষণ করা হবে। কন্ট্রোলারদের সম্ভাব্য লজিস্টিক সমস্যা আগেভাগে চিহ্নিত করে, তা প্রতিরোধ করতে হবে। নিয়মিত নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।