কালো ধোঁয়ায় ঢাকল নিউটাউনের আকাশ, দাউদাউ করে জ্বলছে অফিস বিল্ডিং
NewTown Fire: নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় একটি বহুতল অফিস বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। একের পর এক তল দ্রুত আগুনের গ্রাসে চলে যাচ্ছে। দমকলের চারটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। কী থেকে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

কলকাতা: অফিস টাইমে নিউটাউনে আগুন। নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় একটি বহুতল অফিস বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। একের পর এক তল দ্রুত আগুনের গ্রাসে চলে যাচ্ছে। দমকলের ছয়টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। কী থেকে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আতঙ্কে বহু মানুষ বেরিয়ে এসেছেন।
জানা গিয়েছে, এ দিন সকাল সাতটা নাগাদ আগুন লাগে নিউটাউনের থাকদাঁড়ির সিনার্জি বিল্ডিংয়ে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বিল্ডিংয়ে একটি বেকারি রয়েছে। সেখান থেকেই আগুন লাগে। আইজিপি কেক-র অফিস রয়েছে প্রথম তলায়। আজ সকালে একজন কর্মী এসে দেখেন আগুন জ্বলছে অফিসে। দেখেই তিনি অজ্ঞান হয়ে যান। তাঁকে জিরানগাছা ভাঙড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক তলকে। গলগল করে ধোঁয়া বের হচ্ছে। দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তবে পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন লাগায় দমকল কর্মীদের পৌঁছতে বেগ পেতে হচ্ছে। বিল্ডিংয়ের কাচ ভেঙে ফেলা হচ্ছে। আরও সমস্যা হচ্ছে যে এই বিল্ডিংয়ের লাগোয়া রয়েছে বিদ্যুতের ট্রান্সফরমার। যে কোনও মুহূর্তেই বিপদ ঘটতে পারে। অফিস বিল্ডিংটি লাগোয়া একাধিক বসত বাড়ি ও দোকানপাটও রয়েছে। দমকা হাওয়া দেওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে। দমকল সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
