Winter Update Bengal: রবিবার থেকে নতুন ইনিংস আবহাওয়ার, হাড় কাঁপানো ঠান্ডা কমবে কবে?
Winter in Bengal: বুধবার সকাল থেকেই রোদ উঠেছে। বৃহস্পতিবারও সকাল থেকে রোদের দেখা মিলেছে। তবে বাইরে রয়েছে প্রচণ্ড হাওয়া। কিন্তু হাওয়া চললেও আবহাওয়া অফিস বলছে কনকনে শীতে কিছুটা কাটছাট হয়েছে। একদিনে এক ডিগ্রির বেশি তাপমাত্রা বেড়েছে কলকাতায়।

কলকাতা: এত ঠান্ডা এর আগে কবে দেখেছে আম বাঙালি মনে পড়ে না। ঘন কুয়াশা ঠান্ডা বাড়াতে আরও সাহায্য করেছে। পরপর দু’দিন রোদ না ওঠায় শীতলতম দিন কাটিয়েছে বাংলায়। প্রত্যেকদিন নতুন-নতুন রেকর্ড করেছে কলকাতা। আর জেলাগুলির কথা ছেড়েই দেওয়া যাক। দুই-তিন-চার ডিগ্রিতে নেমে গিয়েছে পারদ। আজ কী বলছে আলিপুর আবহাওয়া অফিস? আবহাওয়া নিয়ে নতুন কী পূর্বভাস? আরও তাপমাত্রা কমবে? নাকি এবার শীতের খেলা শেষ?
বুধবার সকাল থেকেই রোদ উঠেছে। বৃহস্পতিবারও সকাল থেকে রোদের দেখা মিলেছে। তবে বাইরে রয়েছে প্রচণ্ড হাওয়া। কিন্তু হাওয়া চললেও আবহাওয়া অফিস বলছে কনকনে শীতে কিছুটা কাটছাট হয়েছে। একদিনে এক ডিগ্রির বেশি তাপমাত্রা বেড়েছে কলকাতায়। ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে আলিপুরের পারদ। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি কম। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি কম।রবিবার থেকে ২ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
তবে কলকাতায় তাপমাত্রা খানিক বাড়লেও, জেলাগুলির জন্য কোল্ড ওয়েভের পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বৃহস্পতিবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, বীরভূম। এখানে শৈত্যপ্রবাহ ও শীতল দিনের জোড়া সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার শীতল দিনের হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।
জেলায় জাঁকিয়ে শীত কোথায়?
শ্রীনিকেতন-৭ ডিগ্রি
বাঁকুড়া-৭.১ ডিগ্রি
কল্যাণী-৭.৫ ডিগ্রি
বর্ধমান-৮.৮ ডিগ্রি
পানাগড়, জলপাইগুড়ি-৯.১ ডিগ্রি
আসানসোল-৯.২ ডিগ্রি
পুরুলিয়া, মালদহ-৯.৪ ডিগ্রি
উলুবেড়িয়া-৯.৫ ডিগ্রি
কোচবিহার, কৃষ্ণনগর- ৯.৬ ডিগ্রি
দমদম-১১ ডিগ্রি
আলিপুর- ১১.৬ ডিগ্রি
(বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে)
