AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Wedding: শুধুমাত্র নভেম্বর-ডিসেম্বরে ৩৫ লক্ষ বিয়ের আয়োজন হচ্ছে, কত লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে জানেন, সামনে এল রিপোর্ট

Indian Wedding: একটি প্রতিবেদনে বলা হয়েছে, সরকার সোনার ক্ষেত্রে আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করেছে। ফলে এবার সোনার চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। ভারতে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে সোনা খুবই গুরুত্বপূর্ণ।

Indian Wedding: শুধুমাত্র নভেম্বর-ডিসেম্বরে ৩৫ লক্ষ বিয়ের আয়োজন হচ্ছে, কত লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে জানেন, সামনে এল রিপোর্ট
ভারতীয় বিয়েImage Credit: Getty Image
| Updated on: Sep 26, 2024 | 6:50 PM
Share

নয়া দিল্লি: উৎসবের মরসুম শেষ হলেই শুরু হবে বিয়ের মরসুম। ভারতে বিয়ে ঘিরে যে কতটা ধুমধাম হয়, তা কারও অজানা নয়। ব্যয়বহুল বিয়ের নজির কম নেই দেশে। সাধারণ মধ্যবিত্ত পরিবারও বিয়ের খরচে কোনও খামতি রাখে না। অনেক সময় মানুষ সারা জীবনের উপার্জন পর্যন্ত বিয়েতে ব্যয় করে ফেলেন। কেউ কেউ ঋণও নিয়ে থাকেন। অক্টোবরে দুর্গা পুজো ও নবরাত্রি এবং দীপাবলি শেষ হয়ে যাওয়ার পর আগামী নভেম্বর-ডিসেম্বরে হবে বিয়ের মরসুম। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তা অনুমান করা হয়েছে, ওই দু মাসে ৩৫ লক্ষ বিয়ে হবে দেশ জুড়ে।

অনুমান করা হচ্ছে, এই দুই মাসের বিয়েতে মোট খরচ হয়েছে ৪.২৫ লক্ষ কোটি টাকা। একটি সমীক্ষা বলছে, একজন ভারতীয় তাঁর বিয়েতে তাঁর পড়াশোনার দ্বিগুণ টাকা খরচ করেন। তবে দু মাসে এই বিপুল টাকা খরচ হবে কীভাবে?

একটি প্রতিবেদনে বলা হয়েছে, সরকার সোনার ক্ষেত্রে আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করেছে। ফলে এবার সোনার চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। ভারতে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে সোনা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই সোনা কেনার বিষয়টাকে বিনিয়োগ হিসেবেও দেখে।

সোনার চাহিদা বৃদ্ধি পেলে অন্যান্য ক্ষেত্রেও তার প্রভাব পড়বে। হসপিটালিটি, অটোমোবাইল সেক্টরও উপকৃত হয়। মনে করা হচ্ছে, চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্থার মুনাফা বাড়বে। ফলে কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়বে। এতে সমগ্র দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। ফলে সার্বিকভাবে অর্থনীতির ক্ষেত্রে বড় প্রভাব পড়বে।