Winter Weather Update: কোমায় গিয়েও সাড়া দিচ্ছে শীত, সুখবর আবহাওয়া দফতরের

Winter Weather Update: গভীর নিম্নচাপের প্রভাবে এদিন দিনভর লাগাতার বৃষ্টি চলছে জেলায় জেলায়। মেঘ ঢোকায় লাফিয়ে বেড়েছে রাতের তাপমাত্রা। কলকাতায় তো সর্বনিম্ন তাপমাত্রাও উপরের দিকে উঠে গিয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

Winter Weather Update: কোমায় গিয়েও সাড়া দিচ্ছে শীত, সুখবর আবহাওয়া দফতরের
কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2024 | 3:04 PM

কলকাতা: শীতের পথে কাঁটা নিম্নচাপ। এক রাতেই প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গিয়েছে শহরের তাপমাত্রা। আকাশের পাশাপাশি মুখভার শীতপ্রেমীদেরও। তবে হাওয়া অফিস বলছে রবিবার আর বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে। সুখবর দিয়ে জানাল আবহাওয়া দফতর। তবে নিম্নচাপের প্রভাবে শনিবার আরও বৃষ্টি হবে। 

অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় ২-৩ ডিগ্রি সেলসিসায় পর্যন্ত কমে যেতে তাপমাত্রা। যদিও শীত থিতু হওয়ার আশা নেই। ২ দিন পর আবার ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাতেই বড়দিনের শীতের আমেজে যে ভাটা পড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে নিম্নচাপের সঙ্গেই আবার হাজির পশ্চিমী ঝঞ্ঝা। শীতের পথে দেওয়াল তুলেছে এই ঝঞ্ঝাও।  

এই খবরটিও পড়ুন

গভীর নিম্নচাপের প্রভাবে এদিন দিনভর লাগাতার বৃষ্টি চলছে জেলায় জেলায়। মেঘ ঢোকায় লাফিয়ে বেড়েছে রাতের তাপমাত্রা। কলকাতায় তো সর্বনিম্ন তাপমাত্রাও উপরের দিকে উঠে গিয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। অন্যদিকে শ্রীনিকেতন রবিবার যেখানে তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস এদিন তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রির ঘরে। বাঁকুড়ায় রবিবার তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন তা বেড়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থার বদল দেখা যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।