Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খোশমেজাজে দালাল স্ট্রিট, শেয়ার বাজারে আইপিও আনছে ৫ নতুন সংস্থা

কয়েক দিনের ব্যবধানে আইপিও নিয়ে আসছে পাঁচ সংস্থা, যার ফলে দালাল স্ট্রিটে আসতে পারে ৩ হাজার ৭৬৪ কোটি টাকা।

খোশমেজাজে দালাল স্ট্রিট, শেয়ার বাজারে আইপিও আনছে ৫ নতুন সংস্থা
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Mar 15, 2021 | 3:29 PM

মুম্বই: আগামী সপ্তাহেই শেয়ার বাজারে (Share Market) আইপিওর ছড়াছড়ি। দালাল স্ট্রিটে পা রাখতে চলেছে পাঁচটি নতুন সংস্থা। কয়েক দিনের ব্যবধানে আইপিও নিয়ে আসছে পাঁচ সংস্থা, যার ফলে দালাল স্ট্রিটে আসতে পারে ৩ হাজার ৭৬৪ কোটি টাকা। সোমবারই আইপিও নিয়ে আসছে লক্ষ্মী অরগানিকস ও ক্র্যাফ্টসম্যান অটোমেশন লিমিটেড। মঙ্গলবার আইপিও আনছে কল্যাণ জুয়েলার্স। বুধবার আইপিও আনবে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও নজারা টেকনলজিকস।

১. ক্র্যাফ্টসম্যান অটোমেশন: মঙ্গলবার ৮২৪ কোটির আইপিও নিয়ে দালাল স্ট্রিটে আসছে ক্র্যাফ্টসম্যান অটোমেশন লিমিটেড। ২. লক্ষ্মী অরগানিক ইন্ডাস্ট্রিজ: সোমবারই ৬০০ কোটির আইপিও নিয়ে মাঠে নামছে লক্ষ্মী অরগানিকস। সংস্থার প্রত্যেক শেয়ারের দাম হতে পারে ১২৯ থেকে ১৩০ টাকা। ৩. কল্যাণ জুয়েলার্স: ১৬ মার্চ থেকে তিন দিনের আইপিও শুরু করছে কল্যাণ জুয়েলার্স। লক্ষ্য ১ হাজার ১৭৫ কোটি টাকা তোলা। ৪. সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ১৭ মার্চ থেকে আইপিও আনছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। প্রত্যেক শেয়ারের দাম হতে পারে ৩০৩ থেকে ৩০৫ টাকা। ৫. নজারা টেকনলজিকস: বুধবার থেকে আইপিও আনছে নজারা টেকনলজিকসও। যা ১৯ মার্চ পর্যন্ত নিজেদের আইপিও খোলা রাখবে।

প্রসঙ্গত,  ১২ মার্চের পর বন্ধ শেয়ার বাজার। সে দিন ৪৮৭.৪৩ পয়েন্ট নেমেছিল সেনসেক্স। থিতু হয়েছিল ৫০,৭৯২.০৮ পয়েন্টে। তাই সোমবার বাজার খুললে নতুন আইপিওতে কোন দিকে যায় বিএসইর সূচক, সেটাই দেখার।

আরও পড়ুন: কাল, পরশু বন্ধ ব্যাঙ্ক, কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়বে?