নয়া দিল্লি: আদানি গ্রুপে বিনিয়োগ জারি রাখছে আবু ধাবির ‘ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি’ (IHC)। ১০ হাজার কোটি মার্কিন ডলারের এই সংস্থা জানিয়েছে, আমেরিকায় গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠা সত্ত্বেও বিনিয়োগে কোনও প্রভাব পড়বে না।
সংস্থার তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রিন এনার্জি সেক্টরে আদানি গ্রুপের যা অবদান, তাতে আমাদের আত্মবিশ্বাস আছে বলেই আদানি গ্রুপের সঙ্গে এই পার্টনারশিপ। উল্লেখ্য, আদানি গ্রুপের অন্যতম বিদেশি বিনিয়োগকারী সংস্থার মধ্য়ে একটি হল এই আইএইচসি।
২০২২ সালের এপ্রিল মাসে আদানি গ্রিন এনার্জি (Adani Green Energy) ও আদানি ট্রান্সমিশন (Adani Energy Solutions) দুই সংস্থায় ৫০০ মিলিয়ন ডলার করে বিনিয়োগ করে আইএইচসি। পরে আরও ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হয়। পরবর্তীতে আদানি গ্রিন এনার্জির ১.২৬ শতাংশ শেয়ার ও আদানি ট্রান্সমিশনের ১.৪১ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়া হয়। তবে আদানি এন্টারপ্রাইজে এই সংস্থার শেয়ার বেড়ে যায় ৫ শতাংশ।
উল্লেখ্য, আদানিদের পার্টনার হিসেবে থাকা বাকি আন্তর্জাতিক সংস্থাগুলিও সঙ্গে থাকার কথা জানিয়েছে। শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষও আদানিদের সঙ্গে পার্টনারশিপ বজায় রেখেছে। ওই দেশে বন্দর বিস্তারের কাজে আদানির সংস্থার বড় ভূমিকা রয়েছে। শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, প্রজেক্ট বাতিল করার কোনও আলোচনা হয়নি। আগামী ২ মাসের মধ্যেই শুরু হবে কাজ।
তানজানিয়ার সরকার আদানি পোর্টের সঙ্গে যে চুক্তি করেছে, সেটাও বহাল থাকছে। চলতি বছরের মে মাসে তানজানিয়ার সঙ্গে আদানি পোর্টের একটি চুক্তি হয়।