Adani Group: একটা ছোট দেশ কেনা যাবে! এক বছরে আদানির পকেট থেকে কত টাকা ‘খসে গেল’ জানেন?

Adani Group: তবে শুধুই কিন্তু গ্রিন এনার্জি নয়। এই একই হাল হয়েছে আদানি এন্টারপ্রাইজেরও। গত এক বছরে ২৬ শতাংশ পড়ে গিয়েছে এই সংস্থার বাজার মূলধন।

Adani Group: একটা ছোট দেশ কেনা যাবে! এক বছরে আদানির পকেট থেকে কত টাকা খসে গেল জানেন?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Mar 24, 2025 | 3:15 PM

কলকাতা: গত কয়েক মাস ধরে শেয়ার বাজারে ধুঁকছে আদানি। বিশেষ করে অর্থবর্ষ ২০২৪-২৫ সালে তো একেবারে বেহাল দশাই হয়েছে আদানি গোষ্ঠীর শেয়ার। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে আদানি গ্রিন এনার্জির মার্কেট ক্যাপ বা বাজার মূলধন প্রায় ১.৪৬ লক্ষ কোটি টাকার কাছাকাছি। যা আজ থেকে এক বছর আগেও অর্থাৎ অর্থবর্ষ ২০২৩-২৪ সালের শেষ তারিখেও ছিল ২.৯০ লক্ষ কোটি টাকা। এক বছরে প্রায় ৫০ শতাংশ ধস নেমেছে আদানির এই সংস্থার বাজার মূলধনে।

তবে শুধুই কিন্তু গ্রিন এনার্জি নয়। এই একই হাল হয়েছে আদানি এন্টারপ্রাইজেরও। গত এক বছরে ২৬ শতাংশ পড়ে গিয়েছে এই সংস্থার বাজার মূলধন। এক বছর আগেও যা ছিল ৩.৬৪ লক্ষ কোটি টাকা। তা একবছরে এসে দাঁড়িয়েছে ২.৭২ লক্ষ কোটি টাকা। অর্থাৎ ধুয়ে মুছে সাফ ৯১ হাজার কোটি টাকা।

এক বছর আদানি পোর্ট পড়ে গিয়েছে ১১ শতাংশ। ধুয়ে মুছে গিয়েছে, ৩৩ হাজার কোটি টাকা। আদানি টোটাল যার এক বছর আগে বাজার মূলধন ছিল ১ লক্ষ কোটি টাকা। তা এখন নেমে এসেছে ৬৯ হাজার কোটি টাকায়। শেয়ার বাজারে ধুঁকছে দেশের অন্যতম সিমেন্ট প্রস্তুতকারী সংস্থা ACCও। গত একবছরে এই সংস্থার বাজার মূলধন থেকে সাফ ১০ হাজার কোটির অধিক। এছাড়াও আদানির আরও বেশ কিছু সংস্থা মিলিয়ে এই অর্থবর্ষে প্রায় ৩.৪ লক্ষ টাকা মুছে গেল আদানি গোষ্ঠীর পোর্টফোলিও থেকে।

উল্লেখ্য, নতুন বছরের শুরু থেকেই যেন একটু ধাক্কা খাচ্ছেন গৌতম আদানি। সম্প্রতি ব্লুমবার্গ বিলিনিয়র ইনডেক্স রিপোর্টেও স্থান পড়েছে এই ভারতীয় শিল্পপতির। বিশ্বজুড়ে অতি ধনীদের সম্পত্তি হ্রাসের তালিকা অনুযায়ী দ্বিতীয় স্থান ছিলেন আদানি। নতুন বছরের দু’মাসে আদানির মোট সম্পত্তি থেকে হ্রাস পেয়েছে ১ লক্ষ ৪ হাজার কোটি টাকা।