Hindenburg Research: বড়় স্বস্তি আদানির! হঠাৎই বন্ধ হয়ে গেল ‘পথের কাঁটা’ হিন্ডেনবার্গ

Avra Chattopadhyay |

Jan 16, 2025 | 1:07 PM

Hindenburg Research: বৃহস্পতিবার আমেরিকার এই শেয়ার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ দেওয়ার ঘোষণা করল সংস্থার প্রতিষ্ঠাতা ন্যাথান অ্যান্ডারসন। তাঁর কথায়, 'আমরা মোটামুটি যতগুলি ভাবনা নিয়ে কাজ করছিলাম, সবগুলোরই লক্ষ্যপূরণ হয়েছে। তাই আপাতত আমি সংস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

Hindenburg Research: বড়় স্বস্তি আদানির! হঠাৎই বন্ধ হয়ে গেল পথের কাঁটা হিন্ডেনবার্গ
Image Credit source: Jakub Porzycki/NurPhoto via Getty Images | PTI

Follow Us

ওয়াশিংটন: কারচুপি করে শেয়ারের দর বাড়ানোর অভিযোগ তুলে বিশ্বদরবারে আদানির বিরুদ্ধে একাধিক বার সরব হয়েছিলেন তারা। ২০২৩ সালে থেকে ভারতীয় শিল্পগোষ্ঠীর সঙ্গে চলছিল টানাপোড়েন। কিন্তু আপাতত ‘সমস্ত লক্ষ্যপূরণ হয়েছে’ বলে দাবি তুলে সংস্থা বন্ধ করে দেওয়ার ঘোষণা করল হিন্ডেনবার্গ রিসার্চ।

বৃহস্পতিবার আমেরিকার এই শেয়ার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ দেওয়ার ঘোষণা করল সংস্থার প্রতিষ্ঠাতা ন্যাথান অ্যান্ডারসন। তাঁর কথায়, ‘আমরা মোটামুটি যতগুলি ভাবনা নিয়ে কাজ করছিলাম, সবগুলোরই লক্ষ্যপূরণ হয়েছে। তাই আপাতত আমি সংস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে জীবনের একটা বড় অধ্যায়ে এখনই কেন দাঁড়ি টানলেই ন্যাথান, সেই নিয়ে উঠছে প্রশ্ন। ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী আদানি, শেয়ার নিয়ন্ত্রক সংস্থা সেবির বিরুদ্ধে সরব হয়ে কি বিপদ বেড়েছে হিন্ডেনবার্গের? সন্দেহ প্রকাশ করছেন একাংশ। কিন্তু সেই সব কানাঘুষোয় কোনও মতেই পাত্তা দিতে চান না ন্যাথান। উল্টে তাঁর দাবি, ‘সংস্থা বন্ধের নেপথ্যে কোনও ষড়যন্ত্র, হুমকি বা তাঁর ব্যক্তিগত কোনও সমস্যা নেই। যে উদ্দেশ্যেগুলো নিয়ে কাজ শুরু হয়েছিল, তা পূরণ হয়ে যাওয়াতেই হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।’

প্রসঙ্গত, ভারতীয় শিল্পগোষ্ঠী আদানির গ্রুপের বিরুদ্ধে বরাবর যুদ্ধ ঘোষণা করেছে হিন্ডেনবার্গ সংস্থা। ২০২৩ সালের গোড়া থেকে গৌতম আদানির শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে আদা-জল খেয়ে ময়দানে নেমেছিল তাঁরা। অভিযোগ তুলেছিল কারচুপি করে শেয়ারের দর বাড়ানোর। হিন্ডেনবার্গ রিসার্চের প্রথম অভিযোগের পরই হুড়মুড়িয়ে পড়ে গিয়েছিল আদানির একাধিক শেয়ার। ঘটনাকে কেন্দ্র করে নড়ে উঠেছিল দেশের রাজনীতিও। সুর চড়িয়েছিলেন বিরোধী দলনেতারাও।

তবে আদানির বিরুদ্ধে এই একটি অভিযোগ এনেই থেমে থাকেনি হিন্ডেনবার্গ। গত বছরের শেষের দিকে, আদানির শেয়ারের দর কারচুপি করে বাড়ানোর অভিযোগে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধান মাধবী পুরী বুচকে কাঠগড়ায় এনে দাঁড় করায় তাঁরা।

Next Article