Amit Shah, Zoho: Gmail অতীত, এবার জোহোর মেলে স্যুইচ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ!
Zoho Mail: ৮ সেপ্টেম্বর দুপুর ৩টের দিকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি লেখেন তিনি এবার থেকে জোহোতে স্যুইচ করছেন। তাঁর মেল অ্যাড্রেস বদলাচ্ছে। তারপর নতুন মেল আইডি লিখেও দিয়েছেন তিনি।

জোহো ব্যবহারকারীদের তালিকায় যুক্ত হল আরও এক হেভিওয়েট নাম। এবার জোহোর মেল ব্যবহার করা শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ২২ সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে কোনও ধরনের ডকুমেন্ট, স্প্রেড শিট ও প্রেজেন্টেশনের জন্য এবার থেকে তিনি ব্যবহার করবেন জোহো। আর তারপর ২৪ সেপ্টেম্বর ক্যাবিনেট ব্রিফিং করেন তিনি। আর সেখানেই তৈরি হয়েছিলও ইতিহাস। কারণ, সেখানেই তিনি ব্যবহার করেন জোহো। আর সেই ব্রিফিংয়ের শুরুতেই তিনি ঘোষণা করেন যে ওই পিপিটি তৈরি করা হয়েছে জোহোতে।
জোহোর জয়যাত্রা বলা যায় সেখানেই শুরু। কারণ তারপর একাধিক কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছে জোহো। কখনও হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে নতুন অ্যাপ তৈরি করে আবার কখনও ক্রোমের মতো ওয়েব ব্রাউজার তৈরি করে। কিন্তু সে যাই হোক, জোহো-র লক্ষ্য যে অনেক বড় তার আরও একটা প্রমাণ পাওয়া গেল।
৮ সেপ্টেম্বর দুপুর ৩টের দিকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি লেখেন তিনি এবার থেকে জোহোতে স্যুইচ করছেন। তাঁর মেল অ্যাড্রেস বদলাচ্ছে। নতুন মেল আইডি যেন সকলে নোট করে নেন। এবং আগামীতে তাঁর সঙ্গে যোগাযোগ করতে হলে এই মেল আইডিতে মেল করলেই হবে বলে জানান তিনি।
Hello everyone,
I have switched to Zoho Mail. Kindly note the change in my email address.
My new email address is amitshah.bjp @ https://t.co/32C314L8Ct. For future correspondence via mail, kindly use this address.
Thank you for your kind attention to this matter.
— Amit Shah (@AmitShah) October 8, 2025
তাঁর এই পোস্টের জন্য তাঁকে ধন্যবাদ জানায় জোহোর টিম। এবং জোহো সেই পোস্ট রিপোস্টও করে। সেই রিপোস্টটিকে এখনও পিন করে রেখেছে এই ভারতীয় সংস্থা।
