Radhika Merchant: বিয়ে তো করছেন, অনন্তের থেকে রাধিকা কতটা ‘গরিব’ জানেন!
Anant Ambani-Radhika Merchant Wedding: নিউ ইয়র্কে পড়ার সময়ই বিভিন্ন বড় বড় সংস্থায় ইন্টার্নশিপ করেন রাধিকা। মুম্বইয়ের সিডার কনসালটেন্টস এবং লাক্সারি রিয়েল এস্টেট সংস্থা ইসপ্রাভা-এ ইন্টার্ন হিসাবে কাজ করেছেন। বর্তমানে এনকোর হেলথকেয়ারের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য রাধিকা।
মুম্বই: গ্রান্ড ডে, গ্রান্ড ওয়েডিং। অবশেষে আজ সাতপাকে বাঁধা পড়ছেন মুকেশ অম্বানীর ছেলে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্ট। শুধু জিও গার্ডেনই নয়, গোটা মুম্বই-ই যেন সেজে উঠেছে অম্বানী পরিবারের বিয়ে উপলক্ষ্য়ে। কে কে অতিথি আসছেন, কী কী হবে বিয়ের অনুষ্ঠানে, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। তবে সবথেকে নজর কাড়ছেন যিনি, তিনি হলেন রাধিকা মার্চেন্ট।
ব্যবসায়ী বীরেন মার্চেন্ট ও শৈলা মার্চেন্টের ছোটো মেয়ে রাধিকা মার্চেন্ট। এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও বীরেন মার্চেন্ট। শৈলা মার্চেন্ট এনকোর হেলথকেয়ারের ডিরেক্টর পদে রয়েছেন। বাবা-মার পথেই হেঁটেছেন রাধিকাও। মুম্বইয়ের বিডি সোমানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পাশ করার পর নিউ ইয়র্কে পড়তে যান রাধিকা। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
নিউ ইয়র্কে পড়ার সময়ই বিভিন্ন বড় বড় সংস্থায় ইন্টার্নশিপ করেন রাধিকা। মুম্বইয়ের সিডার কনসালটেন্টস এবং লাক্সারি রিয়েল এস্টেট সংস্থা ইসপ্রাভা-এ ইন্টার্ন হিসাবে কাজ করেছেন। বর্তমানে এনকোর হেলথকেয়ারের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য রাধিকা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৮ কোটি টাকা। সেখানেই অনন্ত অম্বানীর সম্পত্তির পরিমাণ ৪০ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৩.৩ লক্ষ কোটি টাকা।
তাঁর বাবা বীরেন মার্চেন্টের মোট সম্পত্তির পরিমাণ ৭৫০ কোটি টাকা। এনকোর হেলথকেয়ারের বর্তমান মার্কেট ভ্যালু ২০০০ কোটি টাকারও বেশি।
তবে রাধিকার আরও একটি পরিচয় রয়েছে। প্রশিক্ষিত ভারতনাট্যম ডান্সার তিনি। মুম্বইের শ্রী নিভা আর্টস ডান্স অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ২০২২ সালে আরঙ্গম অনুষ্ঠানে প্রথমবার অম্বানী ও মার্চেন্ট পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছিল। প্রসঙ্গত, নীতা অম্বানীও প্রশিক্ষিত ভারতনাট্য়ম ডান্সার। ফলে এবার অম্বানী পরিবারে নতুন নৃত্যশিল্পীর সংযোজন হল।