Anil Ambani: লটারি লাগল অনিল অম্বানীর, পা রাখছেন নতুন জগতে, শুরুতেই কোটি কোটি টাকা আয়

Reliance Power: এই চুক্তির অধীনে ১০০০ মেগাওয়াটের স্ট্যান্ড অ্যালোন বা একক বিইএসএস ইউনিট তৈরি করবে রিলায়েন্স পাওয়ার। চাহিদার ভিত্তিতে 'বিল্ড ওন অপারেট' (build-own-operate) মডেলে কাজ করা হবে।

Anil Ambani: লটারি লাগল অনিল অম্বানীর, পা রাখছেন নতুন জগতে, শুরুতেই কোটি কোটি টাকা আয়
অনিল অম্বানী।Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Sep 19, 2024 | 3:22 PM

নয়া দিল্লি: ভাইয়ের সম্পত্তি উত্তরোত্তর বেড়ে গেলেও, সময়টা ভাল যাচ্ছে না অনিল অম্বানীর। একের পর এক আর্থিক ক্ষতি, তার উপরে সেবির নিষেধাজ্ঞা! রিলায়েন্সের অবস্থা যখন টলোমলো, তখনই ভাগ্যের চাকা ঘুরে গেল। অনিল অম্বানীপ রিলায়েন্স পাওয়ারের ঝুলিতে এল এক বড় চুক্তি।

জানা গিয়েছে, অনিল অম্বানীর রিলায়েন্স ৫০০ মেগাওয়াটের পাওয়ার ব্যাটারি স্টোরেজের চুক্তি বরাত পেয়েছে। এই চুক্তির হাত ধরেই পুনর্নবিকরণ শক্তি ও সংরক্ষণের ক্ষেত্রে পা রাখবে অনিল অম্বানীর সংস্থা। সম্প্রতি সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়ার ই-রিভার্স অকশনেই জিতে বরাত পেয়েছে। জানা গিয়েছে, প্রতি মাসে ৩.৮১৯৯৯লাখ/মেগাওয়াটের বিডিং করেছে রিলায়েন্স পাওয়ার।

জানা গিয়েছে, এই চুক্তির অধীনে ১০০০ মেগাওয়াটের স্ট্যান্ড অ্যালোন বা একক বিইএসএস ইউনিট তৈরি করবে রিলায়েন্স পাওয়ার। চাহিদার ভিত্তিতে ‘বিল্ড ওন অপারেট’ (build-own-operate) মডেলে কাজ করা হবে। রাজস্থানে এই প্রকল্পের কাজ হতে পারে। চুক্তি ২৪ মাসের মধ্যে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।  রিলায়েন্স পাওয়ার এই সাফল্যের পরই পুনর্নবিকরণ শক্তির জগতে বদল আসতে চলেছে।

এই খবরটিও পড়ুন

এই চুক্তি স্বাক্ষরের পরই অনিল অম্বানীর সংস্থার শেয়ার ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানির মার্কেট ক্যাপ ১২৩৪৪ কোটি টাকায় পৌঁছেছে।