AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

August 2024 New Rules: খসবে অতিরিক্ত ৩০০০ টাকা, অগস্ট মাস থেকেই বদলাচ্ছে ক্রেডিট কার্ডের এই নিয়ম

Rules Change:   এইচডিএফসি ব্যাঙ্কের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে থার্ড পার্টি অ্যাপ বা তৃতীয় পক্ষের কোনও অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের লেনদেন করলে, তার উপরে লেনদেনের উপরে চার্জ বসবে।

August 2024 New Rules: খসবে অতিরিক্ত ৩০০০ টাকা, অগস্ট মাস থেকেই বদলাচ্ছে ক্রেডিট কার্ডের এই নিয়ম
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: Jul 31, 2024 | 12:08 PM
Share

নয়া দিল্লি: আজ , ৩১ জুলাই আয়কর জমা দেওয়ার শেষ তারিখ। এই তারিখের মধ্যে আয়কর জমা না দিলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। তবে মাসের শেষেই নয়, নতুন মাসের শুরুতেও একাধিক নিয়মে পরিবর্তন আসছে, যা না জানা থাকলে, সমস্যায় পড়বেন আপনি।

১ অগস্ট থেকে যে যে নিয়ম পরিবর্তন হচ্ছে-

এইচডিএফসি ব্যাঙ্কের নিয়ম- 

১ অগস্ট থেকেই দেশের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি (HDFC ) তাদের ক্রেডিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন করতে চলেছে।  এইচডিএফসি ব্যাঙ্কের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে থার্ড পার্টি অ্যাপ বা তৃতীয় পক্ষের কোনও অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের লেনদেন করলে, তার উপরে লেনদেনের উপরে চার্জ বসবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ক্রেড (CRED), চেক (Cheq), মোবিকুইক (MobiKwik) ও ফ্রিচার্জ (Freecharge)-র মতো অ্যাপের মাধ্যমে লেনদেন করলে ১ শতাংশ চার্জ ধার্য করা হবে। সর্বাধিক ৩০০০ টাকা পর্যন্ত চার্জ নেওয়া হবে। তবে ১৫ হাজার টাকার লেনদেনের উপরে ১ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। এছাড়া ইএমআই (EMI )-র ক্ষেত্রেও ২৯৯ টাকা প্রসেসিং চার্জ নেওয়া হবে।

এলপিজি গ্যাসের দাম-

প্রতি মাসের শুরুতেই তৈল বিপণনী সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম পর্যালোচনা করে এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করে। গত মাসেই ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। তবে ১৪. ২ কেজির এলপিজি সিলিন্ডার, যা গৃহস্থের বাড়িতে ব্যবহার হয়, সেই গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। আগামিকাল, অগস্ট মাসের প্রথমদিনে এলপিজি সিলিন্ডারের দাম কমে কি না, তাই-ই দেখার।

সস্তা হবে গুগল ম্যাপ-

১ অগস্ট থেকে ভারতে সস্তা হতে চলেছে গুগল ম্যাপসের (Google Maps) পরিষেবা। এবার থেকে গ্রাহকদের ৭০ শতাংশ কম চার্জ দিতে হবে। পাশাপাশি ডলারের পরিবর্তে ভারতীয় মুদ্রাতেই চার্জ নেওয়া হবে। তবে সাধারণ ব্যবহারকারীদের উপরে এর কোনও প্রভাব পড়বে না। তাদের কোনও চার্জ দিতে হবে না।

ব্যাঙ্কের ছুটি-

অগস্ট মাস থেকেই উৎসবের মরশুম শুরু হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ অগস্ট বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়াও রাখি, জন্মাষ্টমী উপলক্ষেও ছুটি থাকবে ব্যাঙ্ক। শনি ও রবিবার মিলিয়ে অগস্ট মাসে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।