AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Employees: সুখের সময় আসছে ব্যাঙ্ককর্মীদের, বেতন ও ছুটি নিয়ে শীঘ্রই বড় ঘোষণা

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন, যা সরকারি ব্যাঙ্ককর্মীদের নিয়ে তৈরি একটি সংগঠন। ওই সংগঠন সম্প্রতি চিঠি লিখেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। সেই চিঠিতেই সপ্তাহে পাঁচ দিন কাজের কথা বলা হয়েছে।

Bank Employees: সুখের সময় আসছে ব্যাঙ্ককর্মীদের, বেতন ও ছুটি নিয়ে শীঘ্রই বড় ঘোষণা
প্রতীকী ছবি
| Updated on: Mar 03, 2024 | 9:00 AM
Share

নয়াদিল্লি: বর্তমানে রবিরারের পাশাপাশি মাসে ২টি শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। কিন্তু ব্যাঙ্ককর্মীরা দীর্ঘদিন ধরে সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি জানাচ্ছিলেন। সেই দাবি শীঘ্রই পূরণ হতে চলেছে বলে দাবি করা হয়েছে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। ২০২৪ সালের জুন মাস থেকেই তা কার্যকর হতে পারে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ব্যাঙ্ক কর্মীদের বেতনও এ বছরও বাড়বে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন, যা সরকারি ব্যাঙ্ককর্মীদের নিয়ে তৈরি একটি সংগঠন। ওই সংগঠন সম্প্রতি চিঠি লিখেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। সেই চিঠিতেই সপ্তাহে পাঁচ দিন কাজের কথা বলা হয়েছে। পাঁচ দিন কাজ হলেও কাজের সময় একই রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন। তবে এ নিয়ে এখনও সম্মতি দেননি অর্থমন্ত্রী। কিন্তু মনে করা হচ্ছে, তিনি শীঘ্রই ব্যাঙ্ককর্মীদের এই দাবিতে মান্যতা দিতে পারেন।

এর পাশাপাশি ব্যাঙ্ককর্মীদের বেতনও এ বছরই বাড়তে পারে বলে জানা গিয়েছে সূত্র মারফত। গত বছরই এ নিয়ে একটি সহমত তৈরি হয়েছিল। এ বছর তা কার্যকর হতে পারে। বেতন বৃদ্ধি হলে ৯ লক্ষ ব্যাঙ্ককর্মী উপকৃত হবেন বলে জানা গিয়েছে।