AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengaluru UPI: ‘ক্যাশ অনলি’, বেঙ্গালুরুতে দোকানদাররা কেন UPI নিতে চাইছে না?

'Cash Only' in Bengaluru: তথ্য বলছে বেঙ্গালুরুর একাধিক স্ট্রিট ফুডের দোকান, ঠেলা গাড়ি করে পণ্য বিক্রি করে যাঁরা, ছোট দোকানদাররা পরপর জিএসটি নোটিস পেয়েছে। তাদের থেকে লক্ষ লক্ষ টাকা কর দাবি করা হয়েছে।

Bengaluru UPI: 'ক্যাশ অনলি', বেঙ্গালুরুতে দোকানদাররা কেন UPI নিতে চাইছে না?
Image Credit: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images
| Updated on: Jul 22, 2025 | 5:25 PM
Share

ভারতের তথ্য-প্রযুক্তি হাব, বেঙ্গালুরুতে দোকানদাররা ইউপিআই নিতে চাইছে না। শুনতে অবাক লাগছে? ওই শহরের একাধিক ছোট বিক্রেতা ‘নো ইউপিআই, ক্যাশ অনলি’ বোর্ড লাগিয়েছে। কিন্তু এমন হঠাৎ হল কেন?

তথ্য বলছে বেঙ্গালুরুর একাধিক স্ট্রিট ফুডের দোকান, ঠেলা গাড়ি করে পণ্য বিক্রি করে যাঁরা, ছোট দোকানদাররা পরপর জিএসটি নোটিস পেয়েছে। তাদের থেকে লক্ষ লক্ষ টাকা কর দাবি করা হয়েছে। আর এই নোটিসের কারণে ওই শহরের সব ছোট বিক্রেতারা বেশ ভয় পেয়েছেন। আর এর পরই অনেকে ক্যাশে পেমেন্ট করার দিকে বেশি করে ঝুঁকেছেন। যাতে ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেন জিএসটি কর্তৃপক্ষের নজরে না আসে।

জিএসটি আইন বলে কোনও ব্যবসার বার্ষিক টার্নওভার ৪০ লক্ষের বেশি হলে সেই ব্যবসার জিএসটি রেজিস্ট্রেশন থাকতে হবে ও জিএসটি পেমেন্ট করতে হবে। বাণিজ্য কর বিভাগ জানিয়েছে, এই নোটিসগুলো শুধুমাত্র সেই সব ব্যবসায়ীদের পাঠানো হয়েছে যাঁদের ২০২১-২২ অর্থবর্ষের পরের হিসাব ৪০ লক্ষের লিমিট পার করেছে। আধিকারিকরা মনে করেন এই ধরণের ব্যবসাগুলো জিএসটির অধীনে আসা দরকার ও তাদের প্রয়োজনীয় কর জমা করা দরকার।