AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

JIO-ও পারেনি, করে দেখাল BSNL, আনলিমিটেড কলিং, ২ জিবি ডেটা-সব পাবেন মাত্র ১ টাকায়!

BSNL Offer: স্বাধীনতা দিবসের ঠিক আগে বিএসএনএলের তরফে আনা হল 'ফ্রিডম অফার'। মাত্র এক টাকায় গ্রাহকদের আসল ডিজিটাল স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা।

JIO-ও পারেনি, করে দেখাল BSNL, আনলিমিটেড কলিং, ২ জিবি ডেটা-সব পাবেন মাত্র ১ টাকায়!
ফাইল চিত্রImage Credit: Getty Images
| Updated on: Aug 03, 2025 | 10:20 AM
Share

নয়া দিল্লি: ধামাকা অফার বিএসএনএলের। রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা এমন এক অফার দিচ্ছে, যা আগে কেউ দেয়নি। মাত্র ১ টাকায় পাওয়া যাবে এক মাসের রিচার্জ প্ল্যান।

দেশজুড়েই এখন বিএসএনএলের ৪জি নেটওয়ার্ক পরিষেবা চালু হয়ে গিয়েছে। স্বাধীনতা দিবসের ঠিক আগে বিএসএনএলের তরফে আনা হল ‘ফ্রিডম অফার’। মাত্র এক টাকায় গ্রাহকদের আসল ডিজিটাল স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা।

কী থাকবে এই প্ল্যানে?

বিএসএনএলের এই ১ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিনের। এতে প্রতি দিন ২ জিবি হাইস্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি করে এসএমএস পাওয়া যাবে। এর জন্য খরচ হবে মাত্র ১ টাকা।

বিএসএনএলের এই প্ল্যান সীমিত সময়ের। ১ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্তই এই রিচার্জ প্ল্যান পাওয়া যাবে। এই অফারের আরও একটি বিশেষত্ব হল এতে বিনামূল্যে ৪জি সিম কার্ড পাওয়া যাবে। নতুন গ্রাহকদের সিম নেওয়ার জন্য কোনও খরচ করতে হবে না। বিএসএনএলের রিটেলার বা কমন সার্ভিস সেন্টারে গেলেই নতুন সিম পাওয়া যাবে। অ্যাক্টিভেট করে দেওয়া হবে ১ টাকার প্ল্যানও।