BSNL: মাত্র ১০৭ টাকার রিচার্জেই করুন ফোন, ২০০ টাকার নীচে একগুচ্ছ প্ল্যান

Jan 10, 2025 | 4:06 PM

BSNL: একাধিক প্ল্যান রয়েছে বিএসএনএলের, যা অত্যন্ত সাশ্রয়ী। আনলিমিটেড কল, ডেটা- পাওয়া যাবে সবই।

BSNL: মাত্র ১০৭ টাকার রিচার্জেই করুন ফোন, ২০০ টাকার নীচে একগুচ্ছ প্ল্যান
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: রিচার্জ করাতে করাতেই পকেটের টাকা শেষ হয়ে যাচ্ছে? প্রতি মাসে মাথার ওপর ভার বাড়াচ্ছে মোবাইলের খরচ! তবে এবার সুখবর দিল বিএসএনএল (BSNL)। মাত্র ২০০ টাকার মধ্যেই একাধিক প্ল্যান। জিও, এয়ারটেল, ভোডাফোনের অফারকে রীতিমতো হার মানাচ্ছে বিএসএনএল। তাদের সস্তার প্ল্যানের প্রতি আকৃষ্ট হচ্ছেন অনেকেই।

১০৭ টাকার প্ল্যান

যে সব গ্রাহক কম খরচে ফোন করার সুবিধা পেতে চান, এই অফার তাদের জন্য। ১০৭ টাকার রিচার্জ করালে ২০০ মিনিটের লোকাল ও এসটিডি কল করা যাবে। তবে এতে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে না। এতে কোনও ডেটাও পাওয়া যায় না। তবে যাদের খুব বেশি ফোন করার প্রয়োজন পড়ে না, তাদের জন্য ২০০ মিনিট কম নয়।

১৫৩ টাকার প্ল্যান

যারা ডেটা ও ভয়েস করল ব্যবহার করতে চান, সেই সব গ্রাহকদের জন্য এই অফার। ১৫৩ টাকার রিচার্জ করালে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল (লোকাল ও এসটিডি) করা যাবে। লোকাল ও ন্যাশনাল রোমিং-এও ব্যবহার করা যাবে এই প্ল্যান। মুম্বই ও দিল্লিতে এমটিএনএল নেটওয়ার্কে কল করা যাবে। সঙ্গে পাওয়া যাবে ৩ জিবি ডেটা। ৩ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের গতি কমে যাবে। গতি কমে হবে ৪০ কেবিপিএস।

১৯৯ টাকার প্ল্যান

লোকাল, ন্যাশনাল রোমিং-এ যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। এছাড়া প্রতিদিন ২ জিবি করে ডেটা মিলবে। ২ জিবি শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট স্পিড কমে হবে ৪০ কেবিপিএস। এছাড়াও ১০০ ফ্রি এসএমএস করা যাবে।

২৯৯ টাকার প্ল্যান

২০০ টাকার থেকে কিছু বেশিতে মেলে এই প্ল্যান। তবে এতে রয়েছে অনেক সুবিধা। রোমিং কল ছাড়াও গ্রাহকরা দিনে ৩ জিবি করে ডেটা পাবেন। সেই লিমিট শেষ হয়ে যাওয়ার পর ৪০ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে হবে। যারা প্রতিনিয়ত ফেসবুক, ইন্সটাগ্রামে অ্যাকটিভ থাকে, তাদের জন্য এই প্ল্যান খুবই সুবিধাজনক।

Next Article