AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এঁটে উঠতে পারছে না JIO-Airtel, ছাপ্পড় ফাড়কে ডেটা দিচ্ছে BSNL, তাও আবার জলের দরে

BSNL Recharge Plan: ৫৯৯ টাকার রিচার্জে আপনি পাবেন ৮৪ দিনের ভ্যালিডিটি। এতে আনলিমিটেড কলিংয়ের সুবিধা যেমন পাবেন, তেমনই দৈনিক ১০০টি মেসেজ পাবেন। ৩ জিবি করে হাই স্পিড ডেটাও মিলবে প্রতিদিন।

এঁটে উঠতে পারছে না JIO-Airtel, ছাপ্পড় ফাড়কে ডেটা দিচ্ছে BSNL, তাও আবার জলের দরে
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Sep 05, 2024 | 2:09 PM
Share

নয়া দিল্লি: রিচার্জের খরচে নাস্তানাবুদ। অনেকেই জিয়ো, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার মতো টেলিকম সংস্থার পরিষেবা ছেড়ে বিএসএনএলের কানেকশন বা সিম নিচ্ছেন। আর নেবেন না-ই বা কেন, সস্তায় রিচার্জ প্ল্যানের সম্ভার এনেছে বিএসএনএল।

দেশজুড়েই ৪জি পরিষেবা চালু করতে কোমর বেঁধে নেমেছে বিএসএনএল। আগামী বছরের মধ্যে ৫জি পরিষেবা চালু করারও পরিকল্পনা রয়েছে সংস্থার। পাশাপাশি দারুণ সস্তা নানা ধরনের রিচার্জ প্ল্যান আনছে সরকারি টেলিকম সংস্থা। সম্প্রতিই বিএসএনএলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে সস্তার রিচার্জ প্ল্যান।

মাত্র ২১৪ টাকায় সবথেকে সস্তা রিচার্জ প্ল্যান এনেছে বিএসএনএল। প্রতিদিন ৩ জিবি করে ডেটা মিলবে এক মাসের জন্য। পাশাপাশি ফ্রি কলিং, এসএমএস তো আছেই। এই দামে অন্য কোনও টেলিকম সংস্থা এক মাসের মেয়াদে ৩জি ডেটা প্ল্যান দেয় না।

৫৯৯ টাকার রিচার্জে আপনি পাবেন ৮৪ দিনের ভ্যালিডিটি। এতে আনলিমিটেড কলিংয়ের সুবিধা যেমন পাবেন, তেমনই দৈনিক ১০০টি মেসেজ পাবেন। ৩ জিবি করে হাই স্পিড ডেটাও মিলবে প্রতিদিন।

উল্লেখ্য, রিলায়েন্স জিয়োর ৩ জিবি দৈনিক ডেটা সহ ২৮ দিনের প্ল্যানের খরচ ৩৪৯ টাকা। সেখানেই একই সুবিধা পাওয়া যাবে এয়ারটেলে ৪৪৯ টাকায়। অর্থাৎ জিয়ো-এয়ারটেলের থেকে অনেকটাই কম খরচ পড়বে বিএসএনএলের এই ডেটা প্যাকে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)