Cheaper-Costlier: অনেকটা সস্তা হচ্ছে সোনা, দাম কমল মোবাইলের, কী কী পণ্যের দাম বাড়ল, জানেন?

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 23, 2024 | 3:58 PM

Budget 2024: তৃতীয় দফায় মোদী সরকার গঠনের পর এটাই প্রথম বাজেট ছিল। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক ছিল এই বাজেট ঘিরে। সেই প্রত্য়াশা অনেকটাই পূরণ করতে পেরেছে সরকার। দাম কমেছে একাধিক পণ্যের। দাম কমানো হয়েছে জীবনদায়ী ওষুধের।

Cheaper-Costlier: অনেকটা সস্তা হচ্ছে সোনা, দাম কমল মোবাইলের, কী কী পণ্যের দাম বাড়ল, জানেন?
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: বাজেট ঘোষণা মানেই কীসের দাম বাড়ল-কীসের দাম কমল। সাধারণ মানুষের যে বিষয়ে সবথেকে বেশি আগ্রহ থাকে, তা হল দাম বাড়া-কমা। এবারের বাজেটেও বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। একাধিক পণ্যের দাম কমানো হল এই বাজেটে।

তৃতীয় দফায় মোদী সরকার গঠনের পর এটাই প্রথম বাজেট ছিল। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক ছিল বাজেট ঘিরে। সেই প্রত্য়াশা অনেকটাই পূরণ করতে পেরেছে সরকার। দাম কমেছে একাধিক পণ্যের। দাম কমানো হয়েছে জীবনদায়ী ওষুধের।

কী কী পণ্যের দাম কমল?

  • মোবাইল ফোন, চার্জার ও মোবাইল সংক্রান্ত পণ্যে বেসিক কাস্টম ডিউটি বা রাজস্ব শুল্ক ১৫ শতাংশ কমানো হল। এর ফলে দাম কমবে মোবাইলের।
  • দাম কমছে সোনা-রুপোর। সরকার কাস্টম ডিউটি ৬ শতাংশ কমানোর ঘোষণা করেছে। এর ফলে বেশ অনেকটাই দাম কমবে সোনা-রুপোর।
  • প্ল্য়াটিনামের উপরেও ৬.৪ শতাংশ কাস্টম ডিউটি কমানোর ঘোষণা করা হয়েছে। ফলে প্ল্যাটিনামের গহনা ও অন্যান্য পণ্যের দাম কমবে।
  • ক্যানসারের ৩ জীবনদায়ী ওষুধের শুল্কে সম্পূর্ণ  ছাড় ঘোষণা করা হয়েছে।
  • সোলার প্যানেল তৈরিতে ব্যবহৃত পণ্যের দাম কমানোর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর ফলে সোলার প্যানেলের দাম কমবে।
  • ই-কমার্সে টিডিএস-র হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে।
  • ফেরোনিকেল, ব্লিস্টার কপারের উপর থেকে বেসিক কাস্টম ডিউটি তুলে নেওয়া হয়েছে।
  • চিংড়ি ও মাছের খাবারের দামেও শুল্ক ৫ শতাংশ কমানো হয়েছে।
  • চামড়া ও চামড়াজাত পণ্য়ের দাম কমছে।
  • অ্যামোনিয়াম নাইট্রেটের শুল্কও ১০ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।
  • নিউক্লিয়ার এনার্জি, পুনর্নবিকরণ শক্তি, স্পেস, প্রতিরক্ষা, টেলিকমিউনিকেশন ও হাই-টেক ইলেকট্রনিক্সে ব্যবহৃত মিনারেল বা খনিজের কাস্টম ডিউটিতে মিলেছে ছাড়।

কী কী জিনিসের দাম বাড়ল?

  • অ্যামোনিয়াম নাইট্রেটের শুল্কে ১০ শতাংশ বৃদ্ধি হয়েছে।
  • নন-বায়োডিগ্রেডেবল প্লাস্টিকে ২৫ শতাংশ শুল্ক বেড়েছে।
  • টেলিকম পণ্যে কাস্টম ডিউটি বা শুল্ক ১০ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ করা হয়েছে।
  • ১০ লক্ষ টাকার উপরে পণ্যে ১ শতাংশ টিসিএস বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে।