Budget 2025: বাজেটে রেলের বরাদ্দ ছুঁতে পারে ৩ লক্ষ কোটি, আর কী থাকতে পারে নির্মলার আস্তিনে?

Jan 22, 2025 | 2:24 PM

Budget 2025: ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার বাজেটে রেলের জন্য কী কী ঘোষণা করা হতে পারে? ২০২৪ সালে তৃতীয় মোদী সরকার গঠনের পর ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমণ। ওই বাজেটে রেলের জন্য ২ লক্ষ ৬২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছিলেন।

Budget 2025: বাজেটে রেলের বরাদ্দ ছুঁতে পারে ৩ লক্ষ কোটি, আর কী থাকতে পারে নির্মলার আস্তিনে?
ফাইল চিত্র।
Image Credit source: Getty Image

Follow Us

নয়াদিল্লি: মাঝে আর কয়েকদিন বাকি। ১ ফেব্রুয়ারি তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে কেন্দ্রীয় সরকার কোন কোন বিষয়ে জোর দেবে, তা নিয়ে জল্পনা বাড়ছে। আয়কর পরিকাঠামোয় বদল আসবে কি না, তা নিয়ে যেমন মধ্যবিত্তের নজর থাকে বাজেটে। তেমনই রেলের জন্য বাজেটে কী কী ঘোষণা করা হবে, তা নিয়ে নজর থাকে। এবার কি বাজেটে রেলের জন্য বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী?

২০১৬ সাল পর্যন্ত রেল বাজেট আলাদা করে পেশ হত। সাধারণ বাজেট পেশ করতেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর রেল বাজেট পেশ করতেন রেলমন্ত্রী। ২০১৭ সালে সাধারণ বাজেট ও রেল বাজেট একসঙ্গে করে দেওয়া হয়। ওই বছর প্রথমবার তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সাধারণ বাজেট ও রেল বাজেট একসঙ্গে পেশ করেন। তারপর থেকে সাধারণ বাজেটেই রেল বাজেট পেশ হয়।

২০২৫-২৬ অর্থবর্ষের জন্য আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার বাজেটে রেলের জন্য কী কী ঘোষণা করা হতে পারে? ২০২৪ সালে তৃতীয় মোদী সরকার গঠনের পর ২৩ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন নির্মলা সীতারমণ। ওই বাজেটে রেলের জন্য ২ লক্ষ ৬২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছিলেন। তার মধ্যে ৮০ শতাংশ টাকা এখনও পর্যন্ত খরচ হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এবারের বাজেটে রেলের জন্য বরাদ্দ ১৫-২০ শতাংশ বাড়াতে পারে মোদী সরকার। সেক্ষেত্রে রেলের জন্য বরাদ্দ ৩ লক্ষ কোটি টাকা ছুঁতে পারে।

এই খবরটিও পড়ুন

বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় রেলে কৃত্রিম বুদ্ধিমত্তা(AI)-র ব্যবহার নিয়ে বাজেটে ঘোষণা করতে পারেন নির্মলা সীতারমণ। বুলেট ট্রেন প্রকল্প, কবচ সিস্টেম এবং টিকিটের ক্ষেত্রে AI-র ব্যবহারে জোর দেওয়া হতে পারে। রেল দুর্ঘটনা রোধে ব্যবস্থায় জোর দেওয়ার জন্য পদক্ষেপের কথা ঘোষণা করা হতে পারে বাজেটে। এছাড়া অমৃত ভারত স্টেশন যোজনা নিয়ে বড় ঘোষণা হতে পারে বাজেটে। জানা গিয়েছে, নতুন ৯০টি বন্দে ভারত ট্রেনের পরিষেবা চালুর উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। বুলেট ট্রেনের জন্য বাজেটও বাড়ানো হতে পারে। মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডর সম্পূর্ণ হওয়ার বিষয়েও ঘোষণা হতে পারে বাজেটে। নতুন বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা হতে পারে। এবারের বাজেটে ১০টি বন্দে ভারত স্লিপার ও ১০০টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা হতে পারে বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

 

Next Article