BYD New Battery Technology: বিরাট আবিষ্কার, গাড়িতে মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে কলকাতা থেকে ঘুরে আসতে পারবেন পুরী
New Battery Technology: বিওয়াইডি বলছে, তাদের এই নয়া প্রযুক্তির মাধ্যমে কোনও গাড়ি মাত্র ৫ মিনিটের চার্জেই ৪৭০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম হবে। ফলে মোবাইল ফোনের থেকেও দ্রুত চার্জ হয়ে যাবে একটা আস্ত গাড়ি।

ভারতে ক্রমশ বাড়ছে ইলেকট্রিক যানবাহনের সংখ্যা। বাইক, স্কুটি থেকে চারচাকা, সব দিকেই এবার ধীরে ধীরে বাড়ছে বৈদ্যুতিক যান। দ্বিচক্র যানের ক্ষেত্রে ওলা, এথারের মতো নতুন সংস্থা যেমন উঠে এসেছে, তেমনই এগিয়ে এসেছে হিরো মোটো কর্প, বাজাজ বা টিভিএসের মতো সংস্থাগুলোও। বিশেষজ্ঞরা বলেন, এই সব গাড়ি শুধু ভারতের বাজার নয়, সুযোগ পেলে গোটা পৃথিবীর বাজার কাঁপাতে পারে। টক্কর দিতে পারে অন্যান্য সংস্থার বিদ্যুতচালিত দ্বিচক্র যানের সঙ্গে।
যদিও বিদ্যুৎচালিত চারচাকা গাড়ির বাজার এখনও একচেটিয়া দখলে রেখেছে টাটা মোটরস। তাদের টক্কর দিচ্ছে মাহিন্দ্রা বা এমজির মতো সংস্থা। আর এই সবের মধ্যেই এবার বিদ্যুৎচালিত গাড়ি নিয়ে নতুন এক খবর সামনে এল। চিনা গাড়ি প্রস্তুতকারক সংস্থা বিওয়াইডি এবার একটি নয়া প্রযুক্তি সামনে নিয়ে এসেছে। কোনও গাড়িতে পেট্রোল বা ডিজেল ভরতে যা সময় লাগে সেই সময়ে মধ্যেই এবার বৈদ্যুতিক গাড়িতে চার্জ দিয়ে দেওয়া যাবে।
বিওয়াইডি বলছে, তাদের এই নয়া প্রযুক্তির মাধ্যমে কোনও গাড়ি মাত্র ৫ মিনিটের চার্জেই ৪৭০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম হবে। ফলে মোবাইল ফোনের থেকেও দ্রুত চার্জ হয়ে যাবে একটা আস্ত গাড়ি। আরও জানা গিয়েছে ২০২৫ সালের এপ্রিলে বাজারে আসতে পারে নয়া এই প্রযুক্তি।
এই প্রযুক্তির ঘোষণা করার পর বিওয়াইডি তাদের অন্যান্য প্রতিযোগীদের থেকে কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। টেসলার সুপারচার্জার এখন ১৫ মিনিটে ২৭৫ কিলোমিটার পর্যন্ত চার্জ করতে পারে। অন্যদিকে মার্সিডিজ বেঞ্জের নয়া চার্জিং পরিকাঠামোতেও ১০ মিনিটে ৩২৫ কিলোমিটার পর্যন্ত চার্জ দেওয়া যায়।
চিনা গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিওয়াইডি জানিয়েছে তাদের এই নয়া প্রযুক্তি দেখা যাবে তাদের Han L ও Tang L গাড়ি দুটিতে। চিন দেশে এই গাড়িগুলোর দাম শুরু হবে ২ লক্ষ ৭০ হাজার ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ৩২ লক্ষ টাকা থেকে। তবে ভারতে এই গাড়ি দেখতে পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে প্রায় নেই বললেই চলে। কারণ এখনও পর্যন্ত বিওয়াইডি ভারতে তাদের সম্পূর্ণ তৈরি গাড়ি আমদানি করে বিক্রি করে। ফলে তাদের গাড়ির দামের উপর ১১০ শতাংশ কর দিতে হয়। আর এই গাড়ি ভারতে যদি নিয়ে আসে তারা তবে গাড়ির দাম ৬৫ লক্ষ টাকা যে ছাড়িয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।





