Aadhaar and Voter Card Link: আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্কের ডেডলাইন বাড়াল কেন্দ্র, কবে অবধি করা যাবে এই কাজ?

Aadhaar Card Link: আধার কার্ড ও ভোটার আইডি কার্ড লিঙ্কের ডেডলাইন বাড়াল কেন্দ্র। আগামী বছরের ৩১ মার্চ অবধি এই কাজ করা যাবে।

Aadhaar and Voter Card Link: আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্কের ডেডলাইন বাড়াল কেন্দ্র, কবে অবধি করা যাবে এই কাজ?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 5:15 PM

আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে ভোটার আইডি (Voter ID Card) সংযোগের সময়সীমা বাড়াল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় আইন ও বিচারবিভাগীয় মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে। অর্থাৎ প্য়ান কার্ড (PAN Card) ও আধার কার্ড (Aadhaar Card) লিঙ্কের চাপের মধ্যে মাথা থেকে একটা চিন্তা মিটল নাগরিকদের।

গত বছর ১৭ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের ১ এপ্রিলের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্য়ান কার্ড লিঙ্ক করতে হবে। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, যাঁদের ইলেক্টোরাল রোলে নাম নথিভুক্ত রয়েছে তাঁরা এই নির্দিষ্ট দিনের আগে আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি কার্ড সংযোগ করে নিতে পারেন। এবার সেই সময়সীমা বদল করল কেন্দ্র। ২০২৪ সালের ৩১ মার্চ অবধি এই কাজ করা যাবে বলে জানানো হল।

নির্বাচনী (সংশোধনী) আইন ২০২১ অনুযায়ী, নির্বাচন কমিশন ভোটারদের আধার নম্বর সংগ্রহ করা শুরু করেছে। এর জন্য কমিশনের তরফে একটি অভিযানও শুরু করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১২ ডিসেম্বর অবধি ৫৪.৩২ কোটি আধার নম্বর সংগ্রহ করেছে নির্বাচন কমিশন।

কীভাবে ভোটার কার্ড (Voter Card) ও আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক করবেন?

  • ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল (National Voter’s Service Portal)-এ যান।
  • পোর্টালে লগ ইন করুন এবং হোমপেজে “Search in Electoral Roll” এ যান।
  • নিজের ব্যক্তিগত বিবরণ দিন এবং আধার নম্বর দিন।
  • আধার নম্বর দেওয়ার পরই কার্ড হোল্ডার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেলে ওটিপি পাবেন।
  • যাচাইকরণের জন্য ওটিপি দিন। তাহলেই আপনার আধার ও ভোটার আইডি কার্ড লিঙ্ক হয়ে যাবে।