Bank Loan: প্রথমবার লোন নিচ্ছেন? লাগবে না CIBIL Score, বড় আপডেট দিল কেন্দ্র
CIBIL Score for Bank Loan: সিবিল স্কোর হল তিন ডিজিটের নম্বর, যা কোনও ব্যক্তির ক্রেডিট কত, তা উল্লেখ করে। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো লিমিটেড স্থির করে ব্যক্তিগত ঋণ, গৃহ ঋণ বা অন্য কোনও ঋণ পাওয়ার জন্য ওই ব্যক্তি যোগ্য় কিনা।

নয়া দিল্লি: ঋণ নিতে গেলেই ব্যাঙ্ক প্রথমে যাচাই করে সিবিল স্কোর। যদি সিবিল স্কোর ভাল না হয়, তবে ঋণ পেতেও সমস্যা হয়, এ কথা সকলের জানা। তবে অর্থ মন্ত্রক এবার জানাল অন্য কথা। ধোঁয়াশা কাটালেন সিবিল স্কোর নিয়ে। কেন্দ্রের তরফে সাফ জানানো হল, প্রথমবার ঋণ নিতে গেলে ন্যূনতম সিবিল স্কোর রাখার কোনও দরকার নেই।
সংসদের বাদল অধিবেশনে লোকসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, প্রথমবার যারা ঋণ নেওয়ার জন্য় আবেদন করেন, তাদের সিবিল স্কোর যদি শূন্য বা তার নীচে হয়, তাহলেও ব্যাঙ্ক ঋণের আবেদন খারিজ করতে পারে না। এই সংক্রান্ত রিজার্ভ ব্য়াঙ্কের নির্দেশিকাও উল্লেখ করেন তিনি, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ঋণের আবেদনের জন্য ন্যূনতম ক্রেডিট স্কোর রাখার কথা বলা হয়নি। শুধুমাত্র কোনও ক্রেডিট হিস্ট্রি না থাকায় ব্যাঙ্ক ঋণের আবেদন খারিজ করতে পারে না।
সিবিল স্কোর কী?
সিবিল স্কোর হল তিন ডিজিটের নম্বর, যা কোনও ব্যক্তির ক্রেডিট কত, তা উল্লেখ করে। ক্রেডিট ইনফরমেশন ব্যুরো লিমিটেড স্থির করে ব্যক্তিগত ঋণ, গৃহ ঋণ বা অন্য কোনও ঋণ পাওয়ার জন্য ওই ব্যক্তি যোগ্য় কিনা।
প্রথমবার ঋণ গ্রহীতার জন্য সিবিল স্কোর বাধ্যতামূলক না হলেও, অন্যান্য ক্ষেত্রে ঋণের আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য যাচাই ও ব্যাকগ্রাউন্ড চেক করতে বলা হয়েছে ব্যাঙ্ক-কে। ক্রেডিট হিস্ট্রি, আগে ঋণ কতদিনে পরিশোধ করা হয়েছে, ঋণ পরিশোধে দেরি হয়েছে কি না, ছাড় বা রিটেন অফ করা হয়েছে কি না, তা যাচাই করে নিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী সংসদে জানিয়েছেন, ক্রেডিট রিপোর্ট সংক্রান্ত তথ্য জানানোর জন্য ক্রেডিট ইনফরমেশন কোম্পানিগুলি সর্বাধিক ১০০ টাকা চার্জ নিতে পারে। এর বেশি টাকা নেওয়া যাবে না।

