Coca cola’s whisky: বাজারে এল Coca Cola-র মদ , কোন শহরে কত দাম জানুন
Coca cola's whisky: এবার ভারতের মদের বাজারে ঢুকে পড়েছে কোল্ড ড্রিঙ্কস উৎপাদনকারী সংস্থা। সফট ড্রিঙ্কসের অন্যতম ব্র্যান্ড কোকা কোলা এবার নিয়ে এসেছে এক নতুন ধরনের মদ। যা ভারতের মদের বাজারেও প্রবেশ করেছে। কোকা কোলা নিয়ে এসেছে হুইস্কির নতুন ব্র্যান্ড, লেমন ডু।
মুম্বই: সুরাপ্রেমীদের জন্য সুখবর। এবার ভারতের মদের বাজারে ঢুকে পড়েছে কোল্ড ড্রিঙ্কস উৎপাদনকারী সংস্থা। সফট ড্রিঙ্কসের অন্যতম ব্র্যান্ড কোকা কোলা এবার নিয়ে এসেছে এক নতুন ধরনের মদ। যা ভারতের মদের বাজারেও প্রবেশ করেছে। কোকা কোলা (Coca cola) নিয়ে এসেছে হুইস্কির নতুন ব্র্যান্ড, লেমন ডু। খবরটি নিশ্চিত করে কোম্পানির মুখপাত্র বলেছেন যে, লেমন ডু-এর পাইলট পরীক্ষা করা হচ্ছে। এটি ইতিমধ্যে বিশ্বের অনেক বাজারে পাওয়া যাচ্ছে। ভারতের কোথায় এই হুইস্কি পাওয়া যাচ্ছে এবং কত দাম জেনে নেওয়া যাক।
কোথায় বিক্রি হচ্ছে কোকা কোলার মদ?
কোকা কোলা কোম্পানির হুইস্কি, লেমন ডু বর্তমানে গোয়া এবং মহারাষ্ট্রের কিছু জায়গায় বিক্রি হচ্ছে। এর ২৫০ মিলি ক্যানের দাম রাখা হয়েছে ২৩০ টাকা।
লেমন ডু আদতে কী?
লেমন ডু এক ধরনের অ্যালকোহল মিশ্রণ। ভদকা এবং ব্র্যান্ডির মতো মদ দিয়ে এই মিশ্রণ তৈরি হয়। কোকা কোলা ইন্ডিয়ার মুখপাত্রের মতে, এটি বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে।
মদের বাজার দখলের দিকে নজর
সফ্ট ড্রিঙ্কসের বাজার পুরোপুরি দখল করে নিয়েছে কোকা কোলা। এবার তাদের নজর মদের বাজারের দিকে। কোক এবং পেপসি- দুটি সংস্থাই ইতিমধ্যে মদের বাজারে প্রবেশ করেছে। কোক এর আগে জাপানেও লেমন ডু লঞ্চ করেছিল। পেপসিকো আমেরিকার বাজারে মাউন্টেন ডিউ-এর অ্যালকোহলযুক্ত সংস্করণ চালু করেছে। সম্প্রতি কোকা কোলা গুজরাটের সানন্দে ৩,৩০০ কোটি টাকা বিনিয়োগ করে একটি প্ল্যান্ট স্থাপনের ঘোষণা করেছে।