India Toll Income: পাঁচ বছরে কেন্দ্রের টোলে আয় ১৪ হাজার কোটি টাকা, একা বাংলা কত পাঠিয়েছে জানেন?

India Toll Income: এই টোলের আমদানি প্রসঙ্গে লোকসভায় ইতিমধ্যে একটি রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক। সেই রিপোর্ট অনুযায়ী, সেরা দশের তালিকায় সবার উপরেই রয়েছে, গুজরাটের ভারথানা টোল।

India Toll Income: পাঁচ বছরে কেন্দ্রের টোলে আয় ১৪ হাজার কোটি টাকা, একা বাংলা কত পাঠিয়েছে জানেন?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Mar 24, 2025 | 1:47 PM

নয়াদিল্লি: পাঁচ বছরে ১৪ হাজার কোটি টাকা টোল আমদানি। তাও আবার মাত্র দেশের দশটি টোল থেকে। রেকর্ড পরিসংখ্যান গড়ল সড়ক ও পরিবহন মন্ত্রক। বলে রাখা ভাল, এই দশ শ্রেষ্ঠ টোলগুলির মধ্যে কিন্তু রয়েছে বাংলারও একটি টোলও।

কোন টোল কত টাকা তুলল?

এই টোলের আমদানি প্রসঙ্গে লোকসভায় ইতিমধ্যে একটি রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক। সেই রিপোর্ট অনুযায়ী, সেরা দশের তালিকায় সবার উপরেই রয়েছে, গুজরাটের ভারথানা টোল। জাতীয়সড়ক ৪৮-এ ভদোদরা হয়ে ভারুচ যাওয়া পথে পড়ে এই টোলটি। গত পাঁচ বছরে এই টোলের আয় ২ হাজার ৪৩ কোটি টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থানের শাহজাহানপুর টোল। যা ৪৮ জাতীয়সড়ক হয়ে গুরগাঁও থেকে জয়পুর যাওয়ার পথে পড়ে। এই টোলের পাঁচ বছরে মোট আয় ১ হাজার ৮৮৪ কোটি টাকা। তৃতীয় স্থানেই রয়েছে বাংলার নাম। ১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে ডানকুনি থেকে খড়্গপুর যাওয়ার পথে পড়ে এই টোলটি। যার পাঁচ বছরে মোট আয় ১ হাজার ৫৩৮ কোটি টাকা।

চতুর্থ স্থানে রয়েছে উত্তরপ্রদেশের বারাজোর টোল। ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে ইতয়া থেকে চাকেরি যাওয়ার পথে পড়ে এই টোলটি। যার পাঁচ বছরে মোট আয় ১ হাজার ৪৮০ কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছএ হরিয়ানার ঘারোন্দা টোল। যার আয় মোট ১ হাজার ৩১৪ কোটি টাকা।

ষষ্ঠ স্থানে রয়েছে গুজরাটের আরও একটি টোল প্লাজা। উল্লেখ্যযোগ্য ভাবে, এটি অবস্থিত ৪৮ নম্বর জাতীয় সড়কেই। এই টোলের মোট আয় ১ হাজার ২৭২ কোটি টাকা। এছাড়াও, এই তালিকায় নাম রয়েছে তামিলনাড়ু ও বিহারেরও। সেই দুই রাজ্যের নির্দিষ্ট টোল প্লাজা থেকে আয় যথাক্রমে ১ হাজার ২২৪ কোটি ও ১ হাজার ৭১ কোটি টাকা। এছাড়াও, রাজস্থান ও উত্তরপ্রদেশের আরও দু’টি টোল থেকে আয় হয়েছে ১ হাজার ১৬১ কোটি টাকা ও ১ হাজার ৯৬ কোটি টাকা।