AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেক ইন ইন্ডিয়ায় জোর দিচ্ছে Decathlon, হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ

Decathlon: বিশেষত ফুটওয়ার, ফিটনেস সংক্রান্ত পণ্যের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে। আর এই পরিকল্পনার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্তত ৩ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদী ডিক্যাথলন।

মেক ইন ইন্ডিয়ায় জোর দিচ্ছে Decathlon, হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ
| Updated on: Jul 30, 2025 | 10:37 PM
Share

নয়া দিল্লি: আন্তর্জাতিক স্পোর্টস রিটেল সংস্থা ডিক্যাথলন (Decathlon)-এর নয়া স্ট্র্যাটেজি। মেক ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি পণ্যের উপর জোর দিচ্ছে এই সংস্থা। তার ফলে ভারতে এই সংস্থায় কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। ভারতীয় ও বিদেশি ক্রেতাদের জন্য এবার ভারতেই জিনিস তৈরি করার ভাবনা এই সংস্থার। বিগত ২৫ বছর ধরে ভারতে ব্যবসা করছে এই সংস্থা।

বর্তমানে ডিক্যাথলনের মোট প্রোডাক্টের ৮ শতাংশ জোগান দেয় ভারত। তবে এবার পাঁচ বছরের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে এই সংস্থা। এবার সেই পরিমাণ বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে। বিশেষত ফুটওয়ার, ফিটনেস সংক্রান্ত পণ্যের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে। আর এই পরিকল্পনার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্তত ৩ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদী ডিক্যাথলন।

সংস্থার সিইও শঙ্কর চট্টোপাধ্য়ায় বলেন, ‘ভারতে আমাদের প্রোডাকশনই ডিক্যাথলনের সবথেকে বড় সাফল্যের কারণ। ভারতে যাতে সবার কাছে খেলাধুলোর সুযোগ পৌঁছে যায়, সেটাই আমাদের অন্যতম উদ্দেশ্য।’

সংস্থার ম্যানুফ্যাকচারিং নেটওয়ার্ক ক্রমশ বাড়ানো হচ্ছে। থাকছে ১১৩টি সাইট, ৮৩ সাপ্লায়ার ও ৭টি প্রোডাকশন অফিস। বিশেষ করে যোগ, ক্রিকেট সংক্রান্ত পণ্য উৎপাদন ভারতে বাড়ানো হবে। ২০৩০-এর মধ্যে দেশের ৯০টি শহরে রিটেল ব্যবসা বিস্তার করবে এই সংস্থা। ডিক্যাথলনের ইন্ডিয়া প্রোডাকশন-এর হেড দীপক ডিসুজা বলেন, “আমরা শুধু প্রোডাক্ট উৎপাদনই করি না। আমরা ভারতের। স্পোর্টস দুনিয়ার ভবিষ্যৎ গড়ছি।”