AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Blinkit-এ বছরে প্রায় ১০ হাজার কন্ডোম অর্ডার এক ব্যক্তির! কত অন্তর্বাস অর্ডার হয়েছে জানেন?

Blinkit Order: এছাড়া চলতি বছরে ব্লিনকিটে প্রচুর পরিমাণে অর্ডার হয়েছে মদের হ্যাংওভার কাটানোর ওষুধ। এ বছরে ব্লিনকিটে প্রায় ৩০ লক্ষ ২ হাজার ৮০টি পার্টিস্মার্ট ট্যাবলেট অর্ডার হয়েছে। গুরুগ্রামে দেখা গিয়েছে, ঠাণ্ডা জলের বদলে বেশি টনিক জল (এক ধরনের কার্বনেটেড পানীয়) অর্ডার হয়েছে। 

Blinkit-এ বছরে প্রায় ১০ হাজার কন্ডোম অর্ডার এক ব্যক্তির! কত অন্তর্বাস অর্ডার হয়েছে জানেন?
কে এত কন্ডোম অর্ডার করলেন?Image Credit: TV9 Bangla
| Updated on: Jan 01, 2024 | 1:57 PM
Share

নয়া দিল্লি: চোখের পলকেই কেটে গেল ২০২৩ সাল। আজ থেকে সূচনা নতুন বছরের। ফেলে আসা ২০২৩ সালের দিকে একবার ফিরে দেখলে নানা স্মৃতি উঠে আসবে আমাদের মনে। তবে শুধু আমরাই নই, বিভিন্ন অনলাইন অ্যাপও ফিরে দেখছে ২০২৩ সালকে। নিজেদের অ্যাপে গ্রাহকদের অর্ডার হিস্ট্রি তুলে ধরছে তারা। আর সেই রিপোর্টেই মজাদার নানা তথ্য উঠে এসেছে। সুইগি (Swiggy), জ্যোমাটো(Zomato)-র পর এবার ২০২৩ সালে সবথেকে বেশি কী কী অর্ডার হয়েছে, তার তথ্য তুলে ধরল ইন্সট্যান্ট ডেলিভারি অ্যাপ ব্লিনকিট (Blinkit)। দেখা গিয়েছে, এক ব্য়ক্তি ২০২৩ সালে ব্লিনকিট থেকে মোট ৯,৯৪০টি কন্ডোম অর্ডার করেছেন! এমন আর কী কী অদ্ভুতুড়ে অর্ডার হয়েছে, জানেন?

ব্লিনকিট ট্রেন্ডস ২০২৩-র তথ্য অনুযায়ী, দক্ষিণ দিল্লির এক ব্যক্তি ব্লিনকিট থেকে ঘনঘন কন্ডোম অর্ডার করেছেন। গোটা বছরে তিনি প্রায় ১০ হাজারের কাছাকাছি কন্ডোম অর্ডার করেছেন। অন্যদিকে, গুরুগ্রামের এক ব্যক্তি আবার শুধুই লাইটার অর্ডার করেছেন ব্লিনকিট থেকে। গোটা বছরে তিনি মোট ৬৫ হাজার ৯৭৩টি লাইটার অর্ডার করেছেন।

এছাড়া চলতি বছরে ব্লিনকিটে প্রচুর পরিমাণে অর্ডার হয়েছে মদের হ্যাংওভার কাটানোর ওষুধ। এ বছরে ব্লিনকিটে প্রায় ৩০ লক্ষ ২ হাজার ৮০টি পার্টিস্মার্ট ট্যাবলেট অর্ডার হয়েছে। গুরুগ্রামে দেখা গিয়েছে, ঠাণ্ডা জলের বদলে বেশি টনিক জল (এক ধরনের কার্বনেটেড পানীয়) অর্ডার হয়েছে।

বেঙ্গালুরুতে এক ব্যক্তি ব্লিনকিট থেকে অর্ডার করেছিলেন আইফোন ১৫ প্রো ম্যাক্স। ১ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকার মোবাইল ফোনের সঙ্গে তিনি কী অর্ডার করেছিলেন, জানেন? ৬টি কলা!

মধ্যরাতের খিদে মেটাতেও ব্লিনকিটে প্রচুর অর্ডার হয়েছে। সবথেকে বেশি অর্ডার হয়েছে ম্যাগি, প্রায় ৩,২০,০৪,৭২৫ টি ম্যাগি প্যাকেট অর্ডার করা হয়েছে। একজন গ্রাহক আবার একবারের অর্ডারেই ১০১ লিটার মিনারেল ওয়াটার কিনেছিলেন। এ বছর ব্লিনকিট থেকে ৮০,২৬৭টি গঙ্গা জলের বোতলও অর্ডার করা হয়েছে ব্লিনকিটে।

শুধু খাবার-দাবারই নয়, অফিসের কাজে প্রিন্টআউট থেকে শুরু করে অন্তর্বাসও অর্ডার হয়েছে ব্লিনকিটে। দেখা গিয়েছে, বছর জুড়ে সকাল ৮টার আগে প্রায় ৩ লক্ষ ৫১ হাজার ৩৩টি প্রিন্টআউট অর্ডার হয়েছে।

ব্লিনকিটে প্রচুর অর্ডার হয়েছে আইসক্রিমও। গোটা বছরে প্রায় ১,২২,৩৮,৭৪০ টি আইসক্রিম অর্ডার হয়েছে। ইনো অর্ডার হয়েছে ৪৫ লক্ষ ১৬ হাজার ৪৯০টি। এছাড়া কোনও এক ব্যক্তি গোটা বছরে ব্লিনকিট থেকে মোট ৩৮টি অন্তর্বাস অর্ডার করেছেন।