নয়া দিল্লি: অক্ষয় তৃতীয়ার আর মাত্র একদিন বাকি। আমাদের দেশে এই দিনটিতে সোনা বা সোনার গয়না কেনার রীতি আছে। অক্ষয় তৃতীয়ার দিন বহু মানুষ লাইন দেন সোনার দোকানে। তবে সম্প্রতি যেভাবে সোনার দাম বেড়েছে, তাতে গয়না কিনতে গেলে পকেটে ভালই টান পড়বে। তবে ওইদিন চাহিদা বেশি থাকে বলে, অনেক স্বর্ণ ব্যবসায়ী বিশেষ ছাড় দিয়ে থাকে। ২৪ ক্যারাট পাকা সোনার দাম প্রায় ৬০ হাজার ছাড়িয়েছে। তাই অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে চাইলে কোথায় ছাড় পাওয়া যাচ্ছে, তা জেনে রাখলে ভাল হয়।
একাধিক ব্যাঙ্ক তার গ্রাহকদের সোনা কেনার জন্য কিছু সুবিধা দিচ্ছে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে সোনা কেনার ক্ষেত্রে। একনজরে দেখে নিন কোথায়, কী ছাড় দিচ্ছে-
১. তানিষ্ক জুয়েলার্স থেকে সোনা কিনলে এসবিআই-এর গ্রাহকেরা ৪ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। স্টেট ব্যাঙ্কের কার্ডে যদি গয়না কেনেন, তাহলে এই ছাড় পাবেন। ৩০ এপ্রিল পর্যন্ত এই অফার দেওয়া হচ্ছে। তবে শর্ত একটাই, ন্যুনতম ৮০ হাজার টাকার গয়না কিনতে হবে।
২. টিবিজেড (Tribhuvandas Bhimji Zaveri) থেকে সোনা কিনলে পেতে পারেন ৫ হাজার টাকা পর্যন্ত ছাড়। স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কিনলে এই ছাড় পাওয়া যাবে। ৫০ হাজার টাকার বেশি দামের সোনা কিনলে স্টেট ব্যাঙ্ক ২৫০০ টাকা ক্যাশব্যাক দেবে। আর ১ লক্ষ টাকার ওপর সোনা কিনলে ছাড় ৫ হাজার টাকা।
৩. রিলায়েন্স জুয়েলস- এই সংস্থার ওয়েবসাইট বা অ্যাপ থেকে সোনা কিনলে এসবিআই-এর কার্ডে ক্যাশব্যাক পাওয়া যাবে। ২৫ হাজার টাকার সোনা কিনলে ২৫০০ টাকা ক্যাশব্যাক মিলবে।
৪. জয়ালুক্কাস- এসবিআই-এর কার্ডে এই সংস্থা থেকে সোনা কিনলেও ক্যাশব্যাক পাওয়া যাবে। ৩০ হাজার টাকার সোনা কিনলে ক্যাশব্যাক পাওয়া যাবে ২৫০০ টাকা।