State Bank Of India-তে অ্যাকাউন্ট আছে? পড়তে পারেন সমস্যায়, বদলাচ্ছে Online Payment-এর নিয়ম!
Online Payment: স্টেট ব্যাঙ্কের খুচরো গ্রাহকদের জন্য এই নিয়ম ১৫ অগস্ট থেকে বদল হলেও বাকি গ্রাহকদের জন্য এই নিয়ম এখনও চালু হচ্ছে না।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। আর এবার সেই ব্যাঙ্ক বেশ কিছু নিয়ম বদলাতে চলেছে। ১৫ অগস্ট থেকে বদলাচ্ছে স্টেট ব্যাঙ্কের নিয়ম। অনলাইনে টাকা পাঠানোর ব্যাপারে জারি হতে চলেছে এই নিয়ম। মূলত আইএমপিএস ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের সার্ভিস চার্জে বদল নিয়ে আসা হয়েছে। আর আইএমপিএসের মাধ্যমে টাকা ট্রান্সফারে বাড়তে চলেছে খরচ।
স্টেট ব্যাঙ্কের খুচরো গ্রাহকদের জন্য এই নিয়ম ১৫ অগস্ট থেকে বদল হলেও বাকি গ্রাহকদের জন্য এই নিয়ম এখনও চালু হচ্ছে না। ব্যাঙ্কের কর্পোরেট গ্রাহকদের জন্য আগামী ৮ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। আর এই নিয়ম বদল প্রভাবিত করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রায় ৪০ কোটি গ্রাহককে।
অনলাইনে টাকা পাঠানোর জন্য আইএমপিএস ব্যবহার করা হয়। তবে, এই নিয়ম বদলের ফলে ২৫ হাজার টাকার বেশি লেনদেনের জন্য কিছু টাকা চার্জ দিতে হবে। তবে ২৫ হাজারের কম টাকা আইএমপিএসের মাধ্যমে লেনদেন করতে হলে দিতে হবে না বাড়তি কোনও টাকা।
ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইয়োনো অ্যাপের মাধ্যমে এই লেনদেন করা হলে ২৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের জন্য ২ টাকা চার্জ লাগবে। ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার জন্য দিতে হবে ৬ টাকা। অন্যদিকে, ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা লেনদেনের জন্য চার্জ দিতে হবে ১০ টাকা। এ ছাড়াও এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। যদিও শাখা থেকে আইএমপিএস লেনদেনের জন্য আগে যা খরচ ছিল, এখনও সেই একই খবর রয়েছে।
