LPG Cylinder: বড় খবর, রান্নার গ্যাসে ভর্তুকি পাওয়া বন্ধ হয়ে যাবে, যদি এই কাজ না করেন…
LPG Cylinder Update: কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে গ্রাহকদের এলপিজি সিলিন্ডার পিছু ভর্তুকি দেয়। প্রতি বছর সর্বাধিক ৯টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। এখন যদি কারোর কেওয়াইসি না করা থাকে, তাহলে অষ্টম ও নবম সিলিন্ডারের ভর্তুকির টাকা আটকে যাবে।

নয়া দিল্লি: রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য বড় আপডেট। যারা এলপিজি সিলিন্ডারে ভর্তুকি (LPG Cylinder Subsidy) পান, তাদের জন্য এল বিশেষ নির্দেশ। এবার রান্নার গ্যাসে ভর্তুকি বা সাবসিডি পেতে এই কাজ করতেই হবে। নাহলে পাবেন না টাকা।
দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি ডোমেস্টিক বা গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে ই-কেওয়াইসি ভেরিফিকেশন (e-KYC Verification) বাধ্যতামূলক করেছে। প্রতি বছরই গ্রাহকদের অনলাইনে বায়োমেট্রিক আধার ভেরিফিকেশন করতে হবে ভর্তুকি পাওয়ার জন্য। কেওয়াইসি না করা থাকলে, রান্নার গ্য়াসে আর কেন্দ্রীয় সরকারের ভর্তুকি পাবেন না।
ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়ামের গ্রাহকরা কোম্পানির মোবাইল অ্যাপ থেকে ই-কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন। এছাড়া গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে বা যিনি রান্নার গ্যাস ডেলিভারি করতে আসছেন, তার কাছে থাকা ভেরিফিকেশন অ্যাপের মাধ্যমে কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন। এর জন্য কোনও টাকা লাগবে না।
আরও তথ্য জানার জন্য গ্রাহকরা https://pmuy.gov.in/e-kyc.html- এ ক্লিক করতে পারেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে গ্রাহকদের এলপিজি সিলিন্ডার পিছু ভর্তুকি দেয়। প্রতি বছর সর্বাধিক ৯টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। এখন যদি কারোর কেওয়াইসি না করা থাকে, তাহলে অষ্টম ও নবম সিলিন্ডারের ভর্তুকির টাকা আটকে যাবে।
যদি ৩১ মার্চের আগে ই-কেওয়াইসি করে নেন, তাহলে সেই ভতুর্কির টাকা রিফান্ড করে দেওয়া হবে। যদি ৩১ মার্চের মধ্যে কেওয়াইসি আপডেট না করেন, তাহলে ভর্তুকি ক্যানসেল হয়ে যাবে। তবে রান্নার গ্যাস পেতে কোনও সমস্যা হবে না। সিলিন্ডার সরবরাহ বজায় থাকবে, শুধু সিলিন্ডারে ভর্তুকি মিলবে না।
