Oil Price: উৎসবের মরসুমে লুচি-পরোটা খাওয়াও দায়, দাম বাড়ল অনেকটাই

Oct 26, 2024 | 11:05 PM

Oil Price: গত ১৪ সেপ্টেম্বর থেকে, অশোধিত পাম, সয়াবিন এবং সূর্যমুখী তেলের আমদানি শুল্ক ৫.৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৭.৫ শতাংশ। পরিশোধিত ভোজ্য তেলের ক্ষেত্রে শুল্ক ১৩.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৫.৭ শতাংশ।

Oil Price: উৎসবের মরসুমে লুচি-পরোটা খাওয়াও দায়, দাম বাড়ল অনেকটাই
রান্নার তেলের দাম বৃদ্ধি

Follow Us

নয়া দিল্লি: চলতি উৎসবের মরসুমেই বাড়ল ভোজ্য তেলের দাম। উৎসবের মরসুম শুরু হয়েছে অক্টোবর মাসের শুরু থেকেই। দুর্গাপূজা থেকে শুরু হয়েছে এই উৎসব। আর এই এক মাসের মধ্যেই পাম তেলের দাম ৩৭ শতাংশ বেড়েছে। পরোক্ষভাবে এই মূল্যবৃদ্ধি প্রভাব ফেলবে রেস্তোরাঁ, হোটেলের খাবারের দামে বা মিষ্টি দামেও। এই এক মাসে সরষের তেলের দামও বেড়েছে ২৯ শতাংশ।

সবজি ও খাদ্যদ্রব্যের দাম বাড়ার কারণে সেপ্টেম্বরে খুচরো দাম বেড়ে ৯ মাসে সর্বোচ্চ হয়। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সুদের হার কমানোর সম্ভাবনা কমেছে। গত মাসে সরকার অপরিশোধিত সয়াবিন, পাম ও সূর্যমুখী তেলের আমদানি শুল্ক বাড়িয়েছে, যার কারণে দাম বেড়েছে।

গত ১৪ সেপ্টেম্বর থেকে, অশোধিত পাম, সয়াবিন এবং সূর্যমুখী তেলের আমদানি শুল্ক ৫.৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৭.৫ শতাংশ। পরিশোধিত ভোজ্য তেলের ক্ষেত্রে শুল্ক ১৩.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৫.৭ শতাংশ।

বিশ্বব্যাপী অপরিশোধিত পাম, সয়াবিন এবং সূর্যমুখী তেলের দাম গত মাসে যথাক্রমে প্রায় ১০.৬ শতাংশ, ১৬.৮ শতাংশ এবং ১২.৩ শতাংশ বেড়েছে। আমদানি শুল্ক কমানোর সম্ভাবনা আপাতত নেই। তাই আগামী কয়েক মাসেও গ্রাহকদের বেশি দামে তেল কিনতে হতে পারে।

Next Article