মুম্বই: ভারতের বাজারে নামজাদা কিছু এডটেক (EdTech) কোম্পানিগুলির মধ্যে অন্যতম আলাখ পাণ্ডে নির্মিত ‘ফিজিক্স ওয়ালা’ (Physics Wallah)। একটি পরিসংখ্যান অনুযায়ী, এই সংস্থার বর্তমান বাজার দর প্রায় ২৩ হাজার কোটি টাকা। প্রতি বছর কোটি কোটি পড়ুয়া এই ফিজিক্স ওয়ালা-তে পড়াশোনার জন্য নাম নথিভুক্ত করে চলেছে।
এবার দেশের সেই অন্যতম সংস্থা নামতে চলেছে শেয়ার বাজারে। ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই সেবি বা শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার (SEBI) কাছে নিজেদের IPO উদ্বোধনের জন্য একটি ড্রাফট পেপার জমা দিয়েছে ফিজিক্স ওয়ালা। পাবলিক লিস্টিংয়ের মাধ্যমে জনগণের থেকে শেয়ারের বিনিময়ে মোট ৪ হাজার ৬০০ কোটি টাকা তুলতে চায় তাঁরা।
কী এই ড্রাফট পেপার?
যে কোনও সংস্থাকেই নিজেদের IPO তৈরি বা শেয়ার বাজারে ‘এন্ট্রি’ নেওয়ার আগে এই ড্রাফট পেপার জমা দিতে হয় সেবির (SEBI) কাছে। মূলত, এই পেপারে সেই সংস্থা সম্পর্কে সব রকমের তথ্য তুলে ধরা হয়। সেই ভিত্তিতেই অনুমোদন পেলে IPO তৈরির জন্য এক ধাপ এগিয়ে যায় সংস্থা।
তবে সেবির কাছে সব তথ্য উজার করতে চাননা বহু সংস্থাই। সেই কারণেই তারা ‘কনফিডেনশিয়াল প্রি-ফিলিং রুট’ পদ্ধতিতে ড্রাফট পেপার জমা দিয়ে থাকেন। একই পথ নিয়েছে ফিজিক্স ওয়ালাও। জানা গিয়েছে, একটি সংস্থা তার IPO তৈরির জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত, যাতে তার অন্দরের কাঠামো সম্পর্কে কেউ না জানতে পারে বা বলা চলে গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা বজায় রাখতেই এই পদ্ধতিতে ড্রাফট জমা দিয়ে থাকে সংস্থার কর্তৃপক্ষরা।